গাক’র প্রশিক্ষণ বিভাগ কর্তৃক আয়োজিত ২ দিনব্যাপী “ক্ষুদ্রঋণ ব্যবস্থাপনা বিষয়ক মৌলিক প্রশিক্ষণ” অনুষ্ঠিত

গ্রাম উন্নয়ন কর্ম (গাক) এর প্রশিক্ষণ বিভাগ কর্তৃক আয়োজিত সদ্য যোগদানকৃত ফিল্ড অফিসারদের জন্য ২ দিনব্যাপী প্রি-সার্ভিস “ক্ষুদ্রঋণ ব্যবস্থাপনা বিষয়ক মৌলিক প্রশিক্ষণ” গত ১৫—১৬ জুলাই ২০২৫ তারিখে প্রশিক্ষণ কক্ষ, গাক টাওয়ার, বনানী, বগুড়ায় অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণ কোর্সে সমাপনীতে উপস্থিত ছিলেন গাক’র নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন। তিনি সদ্য যোগদানকৃত ফিল্ড অফিসারদের উক্ত প্রশিক্ষণের শিখণ থেকে জ্ঞান নিয়ে মাঠ পর্যায়ে কার্যক্রম বাস্তবায়নে সততা, নিষ্ঠা ও সাহস নিয়ে কাজ করার জন্য উৎসাহ প্রদান করেন। উল্লেখ্য যে, প্রশিক্ষণ সেশনটি উদ্ধোধন করেন গাক’র সিনিয়র পরিচালক ড. মোঃ মাহবুব আলম। গত ২ দিন ব্যাপী অনুষ্ঠিত এই কোর্সেটিতে সেশন পরিচালনা করেন প্রশিক্ষক জনাব মো: আব্দুল আলীম সহ প্রশিক্ষণ বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। গাক’র ট্রেনিং কো-অর্ডিনেটর জনাব মোঃ কবীর উদ্দিন এর তত্ত্বাবধানে এই প্রশিক্ষণ কোর্সটি পরিচালিত হয়।