বগুড়ায় স্থানীয় নাগরিকদের সাথে সাম্য ও সমতার বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

‘সাম্য ও সমতার বাংলাদেশ: জনগণের অংশগ্রহণে টেকসই উন্নয়ন’ শীর্ষক কার্যক্রমের আওতায় অদ্য ১০ জুলাই ২০২৫ গাক কনফারেন্স হল রুম, গাক টাওয়ার, বনানী বগুড়ায় একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে গাবতলী, সারিয়াকান্দি, শিবগঞ্জ ও শাজাহানপুর উপজেলা থেকে নাগরিক গ্রুপের ৮০ জন সদস্য, ৪ জন কমিউনিটি ভলান্টিয়ার এবং ফিল্ড কো-অর্ডিনেটর অংশগ্রহণ করেন।

সভায় এই কার্যক্রমের লক্ষ্য, উদ্দেশ্য, কাজের পদ্ধতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নাগরিক গ্রুপের ভূমিকা, গুরুত্বপূর্ণ অংশীজনদের সম্পৃক্ততা এবং স্থানীয় জনগণের সাথে কাজ করার কৌশল নিয়েও মতবিনিময় করা হয়। বিশেষভাবে, সরকারি বিভিন্ন সেবা—বিশেষ করে জেন্ডার সমতা (এসডিজি ৫) এবং শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান (এসডিজি ১৬) অর্জনে স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে কীভাবে কাজ করা যায়, সে বিষয়েও আলোচনা হয়।

উল্লেখ্য যে, সুইজারল্যান্ড ও কানাডা সরকারের যৌথ সমর্থনে GFA Consulting Group GmbH এর ব্যবস্থাপনায় সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)’র বাস্তবায়নে গ্রাম উন্নয়ন কর্ম (গাক) এর সহযোগিতায় নাগরিকতা কার্যক্রমের অংশ হিসেবে উক্ত অবহিতকরণ সভাটি অনুষ্ঠিত হয়।

গাক’র সহকারী পরিচালক মোঃ জিয়া উদ্দিন সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিডি’র যুগ্ম পরিচালক জনাব অভ্র ভট্টাচার্য, প্রকল্প সমন্বয়কারী ড. দ্বিজেন মল্লিক, গাক’র সিনিয়র পরিচালক ড. মোঃ মাহবুব আলম, সিপিডি’র মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন এসোসিয়েট জনাব মোঃ জাওয়াদুল করিম ও প্রকল্প পরামর্শক জনাব মোঃ মোজাহিদুল ইসলাম প্রমুখ।