গাক ইনস্টিটিউট অব টেকনোলজি (জিআইটি) এর উদ্যোগে 2D, 3D, CAD Level-3 ট্রেডের প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন

“কারিগরি শিক্ষা নিলে, বিশ্বজুড়ে কর্ম মিলে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বব্যাংক এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থায়নে ASSET প্রকল্পের আওতায় CISC এর সহযোগীতায় জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA) এর অধীনে ১৫ অক্টোবর ২০২৫ তারিখে ৩ মাস মেয়াদি (৩৬০ ঘন্টা) প্রশিক্ষণ কোর্সে গাক ইনস্টিটিউট অব টেকনোলজি (জিআইটি) এর উদ্যোগে 2D, 3D, CAD Level-3 ট্রেডের প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন, গাক’র সিনিয়র পরিচালক ড. মোঃ মাহবুব আলম। তিনি বলেন— “বর্তমান বিশ্বে কারিগরি দক্ষতা অর্জন ছাড়া টিকে থাকা কঠিন। ডিজিটাল প্রযুক্তির এই যুগে 2D, 3D ও CAD-এর মতো ট্রেডগুলো তরুণদের জন্য কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করছে। গাক ইনস্টিটিউট অব টেকনোলজি (জিআইটি) সবসময়ই দক্ষতা উন্নয়নের মাধ্যমে যুব সমাজকে আত্মনির্ভরশীল করে তুলতে কাজ করে যাচ্ছে।”

তিনি আরও বলেন— “ASSET প্রকল্পের মাধ্যমে আমরা যে প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছি, তা শুধু একটি কোর্স নয়—এটি একটি ভবিষ্যতের ভিত্তি। আমি আশা করি, প্রশিক্ষণার্থীরা এই সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের দক্ষ করে তুলবে এবং দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখবে।”

উক্ত অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন উপ-পরিচালক মোঃ আরমান হোসেন, সহকারী পরিচালক (প্রশাসন) মোঃ সাইদুল ইসলাম, সিনিয়র ফাইন্যান্স এন্ড একাউন্টস অফিসার মোঃ মহিদুল ইসলাম, সিনিয়র ইন্সট্রাক্টর (জিআইটি) মোঃ ইব্রাহীম হুসাইন, ইন্সট্রাক্টর (অটো ক্যাড) তাজ মুহাম্মদ, ইন্সট্রাক্টর (অটো ক্যাড) মোঃ মেহেদী হাসান সহ জিআইটি’র কর্মকর্তাবৃন্দ।