গত ১৪-১৬ জুলাই ২০২৫ তারিখে নেপালের কাঠমুন্ডুতে সার্কভুক্ত দেশের প্রতিনিধিদের সমন্বয়ে SAARC Regional Training Program on Molecular Diagnosis and Laboratory Surveillance of PPR শীর্ষক কর্মশালায় গ্রাম উন্নয়ন কর্ম (গাক) এর পরিচালক মোঃ হুমায়ুন খালেদ বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। কর্মশালায় গাক’র সিনিয়র সহকারী পরিচালক মোঃ নজরুল ইসলাম, সহকারী পরিচালক মোঃ সাইদুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা মোঃ হামিদুর রহমান, সিনিয়র একাউন্টস অফিসার মোঃ মহিদুল ইসলাম, মোঃ জাফর আহম্মেদ ও মোঃ শরীফ হোসেন উপস্থিত ছিলেন। কর্মশালায় সার্কভুক্ত বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান এবং মালদ্বীপ সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তাগণ, লাইভস্টক স্পেশালিষ্ট, গবেষক, সার্ক পিএইচডি ফেলো এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকগণ অংশগ্রহণপূর্বক PPR বিষয়ক সময়োপযোগী বিভিন্ন গবেষণামূলক পেপার উপস্থাপন করেন। গাক’র পরিচালক মোঃ হুমায়ুন খালেদ PPR এর বর্তমান বৈশ্বিক, সাউথ এশিয়ান বর্তমান অবস্থা ও দূরীকরনের প্রচেষ্টা এবং গাক বাংলাদেশে PPR নিয়ন্ত্রণে DLS এর সহায়তায় কি ধরনের ভুমিকা পালন করে আসছে তার উপর আলোপাত করেন।
GUK এর সাথে SAARC এর পার্টনারসীপে অনুষ্ঠিত এই কর্মশালায় নেপালের সচিব, কৃষি ও লাইভস্টক ডিপার্টমেন্ট ও পরিচালক (Agriculture & Rural Development) ড. দীপক কুমার খারাল গ্রাম উন্নয়ন কর্ম (গাক) কে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।





