SAARC Agriculture Centre (SAC) এর প্রতিনিধিগণ কর্তৃক গাক’র কার্যক্রম পরিদর্শন এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত

অদ্য ১৮ অক্টোবর ২০২৫ তারিখে SAARC Agriculture Centre (SAC) এর প্রতিনিধিগণ কর্তৃক গাক’র প্রধান কার্যালয় পরিদর্শন এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গাক’র সহকারী পরিচালক মোঃ জিয়া উদ্দিন সরদার এর সঞ্চালনায় গাক’র কার্যক্রমের উপর একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।

উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গাক’র সিনিয়র পরিচালক ড. মোঃ মাহবুব আলম। তিনি প্রতিনিধিগণকে গাক’র কার্যক্রম পরিদর্শনের জন্য আন্তরিক ধন্যবাদ জানান এবং বলেন গাক দীর্ঘদিন ধরে সমগ্র কৃষি সেক্টরের উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য সেবার পাশাপাশি কারিগরি শিক্ষা, যুব উন্নয়ন ও ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়নে কাজ করে আসছে। SAARC Agriculture Centre এর প্রতিনিধিদের এই পরিদর্শন আমাদের জন্য অত্যন্ত সম্মানজনক ও উৎসাহব্যঞ্জক। আমরা বিশ্বাস করি, আঞ্চলিক সহযোগিতা ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে কৃষি ও গ্রামীণ উন্নয়নে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ সম্ভব। গাক ভবিষ্যতে SAARC-এর সঙ্গে যৌথভাবে কাজ করে কৃষি প্রযুক্তি, প্রশিক্ষণ ও উদ্যোক্তা উন্নয়নে অবদান রাখতে আগ্রহী।

SAARC Agriculture Centre (SAC) এর প্রতিনিধিগণদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক (সার্ক কৃষি কেন্দ্র), ড. মো. হারুনুর রশিদ, প্রকল্প সমন্বয়কারী ড. মো. ইউনুস আলী, (লাইভলিহুড প্রজেক্ট) এবং এসপিএস সার্ক কৃষি কেন্দ্র, প্রোগ্রাম অফিসার, এসডিএফ থিম্পু, ভুটান মিসেস কিনলে জাম, মিঃ কুয়েঙ্গা তেনজিন (কৃষি বিপণন বিভাগ), মিসেস জিবিন থমাস এমএসএসআরএফ, ভারত, মিসেস সিনিভাসন রামালিঙ্গম এমএসএসআরএফ, ভারত, মিসেস মারিয়াম সিমলা, পরিচালক, কৃষি ও প্রাণী কল্যাণ মন্ত্রণালয়, মালদ্বীপ, মি: আবুল বাশার এসপিও (প্রকাশনা) SAC।

সভায় আরও উপস্থিত ছিলেন গাক’র পরিচালক (আইসিটি এন্ড আরএম) মোঃ রায়হানুস সাআদাত, উপ-পরিচালক মোঃ আরমান হোসেন।

সভায় SAARC Agriculture Centre (SAC) এর প্রতিনিধিগণ গাক’র বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।