বগুড়ায় বিশ্ব ব্যাংক ও পিকেএসএফ কর্তৃক গাক SMART Machinery & Equipment প্রকল্পের কার্যক্রম পরিদর্শন

বিশ্ব ব্যাংক এর অর্থায়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় গ্রাম উন্নয়ন কর্ম (গাক) কর্তৃক বাস্তবায়নাধীন Sustainable Microenterprise And Resilient Transformation (SMART) Project এর আওতায় “Promoting sustainable growth in machinery and equipment sub-sector through Resource Efficient and Cleaner Production (RECP) practices” শীর্ষক উপ-প্রকল্পটি বগুড়া ও নওগাঁ জেলার ৯টি উপজেলায় লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরের ১০০০ জন উদ্যোক্তা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় ১৪ অক্টোবর ২০২৫ ইং তারিখ বিশ্ব ব্যাংক ও পিকেএসএফ’র উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল গাক’র SMART Machinery & Equipment প্রকল্পের আওতায় উপ-প্রকল্পের বাস্তবায়নাধীন বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

বিশ্বব্যাংক ও পিকেএসএফ এর প্রতিনিধিবৃন্দ বেলা ২ ঘটিকায় সংস্থার প্রধান কার্যালয় গাক টাওয়ার, বনানীতে আগমন করেন এবং আগত অতিথিবৃন্দকে সংস্থার সিনিয়র পরিচালক ড. মোঃ মাহবুব আলম ফুল দিয়ে অভ্যর্থনা জ্ঞাপন করেন। এরপর সংস্থার সিনিয়র পরিচালক ড. মোঃ মাহবুব আলম এর সভাপতিত্বে প্রধান কার্যালয়ের বোর্ড রুমে সংস্থার উর্দ্ধতন কর্মকর্তাদের অংশগ্রহনে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বিশ্বব্যাংক এর প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন টাস্ক টিম লিডার কেইসুকে ইয়াডোমি, পরিবেশ বিশেষজ্ঞ (বিশ্বব্যাংক) শার্লিন হোসেন, ও টিম অ্যাসোসিয়েট (বিশ্বব্যাংক) অলিভিয়া বিশ্বাস। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন স্মার্ট প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর গোকুল চন্দ্র বিশ্বাস, ডেপুটি প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ রওশন হাবিব, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মুহাম্মদ খালেদ আমিনুল হাসান, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ মোঃ শফিউল ইসলাম।

কেইসুকে ইয়াডোমি বলেন— “RECP কার্যক্রমের মাধ্যমে স্থানীয় উদ্যোক্তাদের দক্ষতা ও পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থার উন্নয়ন অত্যন্ত প্রশংসনীয়। গাক-এর উদ্যোগ বাস্তবায়নের মান ও প্রভাব আমাদের প্রত্যাশার চেয়েও বেশি।”

শার্লিন হোসেন বলেন— “কারখানাগুলোর পরিবেশ উন্নয়ন, বিদ্যুৎ সাশ্রয়, এবং শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় গৃহীত পদক্ষেপগুলো সত্যিই অনুকরণীয়। এই প্রকল্পের মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব।”

অলিভিয়া বিশ্বাস বলেন— “স্থানীয় পর্যায়ে এমন কার্যকর উদ্যোগ বিশ্বব্যাংকের লক্ষ্য পূরণে সহায়ক। আমরা ভবিষ্যতে আরও সহযোগিতার আশাবাদী।”

আলোচনা সভায় গাক’র সহকারী পরিচালক মোঃ জিয়া উদ্দিন সরদার SMART প্রকল্পের বিভিন্ন কার্যক্রমের উপর প্রতিবেদন উপস্থাপন করেন।

আলোচনা সভা শেষে প্রতিনিধিবৃন্দ SMART প্রকল্পের আওতায় লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরে স্থাপিত তিনটি মডেল ওয়ার্কশপ রিয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, রেদওয়ান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস ও হক মেটাল ওয়ার্কশপ পরিদর্শন করেন। পরিদর্শন কালে মডেল ওয়ার্কশপগুলোতে RECP কার্যক্রম বাস্তবায়ন বিশেষ করে বিদ্যুত সাশ্রয়ের জন্য এইডি বাল্ব এর ব্যবহার , Power Factor Improvement, সোলার প্যানেল, ট্রান্সপারেন্ট টিন, কারখানার তাপমাত্রা নিয়ন্ত্রনে এডজাষ্ট ফ্যান, ভেন্টিলেশন, ইনসুলেশন স্থাপন, বর্জ্য ব্যবস্থাপনা সহ কারখানার পরিবেশের উন্নয়ন ও শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ব্যবহার নিশ্চিত করণের জন্য সন্তোষ্টি প্রকাশ ও কারখানা কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন।