আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উদযাপনে গাক’র অংশগ্রহণ

“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বগুড়া’র আয়োজনে ১৩ অক্টোবর ২০২৫ তারিখে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর, বগুড়ায়, আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে অগ্নিকান্ড ও ভূমিকম্প বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গ্রাম উন্নয়ন কর্ম (গাক) স্বতঃস্ফূর্তভাবে এ কর্মসূচিতে অংশগ্রহণ করে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হোসনা আফরোজা, (যুগ্মসচিব) জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, বগুড়া। তিনি তার বক্তব্যে বলেন—“দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা ও প্রস্তুতির কোনো বিকল্প নেই। সরকার দুর্যোগ ব্যবস্থাপনাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়—বেসরকারি সংস্থা, স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ জনগণের সম্মিলিত অংশগ্রহণই পারে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে।”

তিনি আরও বলেন, “গাক-এর মতো উন্নয়ন সংগঠনগুলো মাঠপর্যায়ে দুর্যোগ সচেতনতা ও প্রশিক্ষণ কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যা অত্যন্ত প্রশংসনীয়।”

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, ফায়ার সার্ভিস প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন এনজিও প্রতিনিধি ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর পক্ষ থেকে দুর্যোগ প্রস্তুতি বিষয়ক একটি সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়, যেখানে গাক-এর প্রতিনিধিরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

এই আয়োজনের মাধ্যমে দুর্যোগ ঝুঁকি হ্রাসে সমন্বিত উদ্যোগের গুরুত্ব ও সচেতনতার বার্তা ছড়িয়ে পড়ে জেলার সর্বস্তরের মানুষের মাঝে।