সোনালী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক কর্তৃক গাক’র কার্যক্রম পরিদর্শন

সোনালী ব্যাংক পিএলসি'র ব্যবস্থাপনা পরিচালক কর্তৃক গাক'র কার্যক্রম পরিদর্শন

গত ২৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সোনালী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক মোঃ শওকত আলী খান গাক’র প্রধান কার্যালয় পরিদর্শন করেন। এ সময় গাক পরিবারের পক্ষ থেকে গাক’র সিনিয়র পরিচালক ড. মোঃ মাহবুব আলম তাঁকে আন্তরিক ফুলেল শুভেচ্ছা ও ধন্যবাদ জানান ।

পরিদর্শনকালে সংস্থার সিনিয়র ম্যানেজমেন্ট এর সাথে সভা করেন এবং গাক এর চলমান কর্মকাণ্ড, উন্নয়নমূলক কার্যক্রম এবং আর্থ-সামাজিক খাতে গাকের অবদান সম্পর্কে অবগত হন। তিনি গাক ও সোনালী ব্যাংকের মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং ভবিষ্যৎ সম্ভাবনার উপর গুরুত্বারোপ করে আর্থিক খাতে নতুন নতুন উদ্যোক্তা উন্নয়নের পরামর্শ প্রদান করেন। এসময় আরও উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবু সাইদ, বিভাগীয় মহাব্যবস্থাপকবৃন্দ সহ গাক’র পরিচালক (অভ্যন্তরীণ নিরীক্ষা) মোঃ আবু রায়হান মিঞা, পরিচালক (এমএমএপি) মোঃ হুমায়ুন খালেদ, পরিচালক (আইসিটি এন্ড আরএম) মোঃ রায়হানুস সাআদাত, যুগ্ম পরিচালক (অর্থ ও হিসাব) খোরশেদ আলম, উপ-পরিচালক মোঃ আরমান হোসেন ও সহকারী পরিচালক মোঃ জিয়া উদ্দিন সরদার প্রমুখ। সোনালী ব্যাংক পিএলসি’র সাথে গাক’র পারস্পরিক সর্ম্পক ও সহযোগিতা ভবিষ্যতে গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়ন ও আর্থিক অন্তর্ভুক্তিকে আরও শক্তিশালী করবে বলে আশা করা যাচ্ছে।