আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ), ডানিডা ও পিকেএসএফ’র আর্থিক ও কারিগরি সহায়তায় গ্রাম উন্নয়ন কর্ম (গাক) কর্তৃক বাস্তবায়নাধীন আরএমটিপি প্রকল্পের ‘নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন’ উপ-প্রকল্পের উদ্যোক্তা সুরাইয়া ফারহানা রেশমা অর্জন করেছেন ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৫’।
আজ ১৫/৯/২০২৫ তারিখে মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাত থেকে তিনি এই সম্মান গ্রহণ করেন।
রেশমা বর্তমানে প্রতি মাসে প্রায় ২৫০ টন ভার্মি কম্পোস্ট উৎপাদন করছেন এবং স্থানীয় যুবদের হাঁস-মুরগি পালন, কম্পোস্ট উৎপাদন ও বিপণনে প্রশিক্ষণ দিচ্ছেন। তার উদ্যোগে ইতোমধ্যে ২৫ জনের কর্মসংস্থান হয়েছে।
এ অর্জন শুধু রেশমার ব্যক্তিগত নয়, বরং ক্ষুদ্র উদ্যোগ ও তরুণ প্রজন্মের সম্ভাবনার উজ্জ্বল প্রতিফলন।