গাক’র আয়োজনে SMART প্রকল্পের আওতায় মিনি গার্মেন্টস উপ-প্রকল্পের “Training On Staff Capacity Building” কর্মশালা অনুষ্ঠিত

গ্রাম উন্নয়ন কর্ম (গাক) কর্তৃক বাস্তবায়নাধীন বিশ্বব্যাংক ও পিকেএসএফ এর অর্থায়নে Sustainable Microenterprise & Resilient Transformation (SMART) প্রকল্পের আওতায় মিনি গার্মেন্টস উপ-প্রকল্পের “Training On Staff Capacity Building” কর্মশালা ১৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে গাক কনফারেন্স রুম, গাক টাওয়ার, বনানী, বগুড়ায় অনুষ্ঠিত হয়।

প্রকল্পের প্রশিক্ষণ কর্মশালার স্বাগত বক্তব্য প্রদান করেন গাক’র সহকারী পরিচালক সরদার জিয়া উদ্দিন । কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু রায়হান মিঞা, পরিচালক (অভ্ভন্তরীন নিরীক্ষা )। প্রশিক্ষণ কর্মশালার সমাপনী বক্তব্যে তিনি বলেন, “বর্তমান বিশ্বে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা খাতের উন্নয়ন অর্থনৈতিক প্রবৃদ্ধি ও টেকসই উন্নয়নের অন্যতম হাতিয়ার। কর্মীদের দক্ষতা বৃদ্ধি এবং সঠিক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে এই খাতকে আরও শক্তিশালী করা সম্ভব। SMART প্রকল্পের আওতায় গৃহীত এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় এবং এটি স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমি আশা করি প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তারা অর্জিত জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে প্রকল্পকে সফলতার দিকে এগিয়ে নেবেন।

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন মো. হাসান আশরাফুজ্জামান, যুগ্ম পরিচালক (সিসি বগুড়া ডিভিশন, এসএমএপি), মো. রবিউল ইসলাম, যুগ্ম পরিচালক (সিসি বগুড়া ডিভিশন, পিকেএসএফ), মো. রাফিউল ইসলাম, যুগ্ম পরিচালক (অর্থ ও হিসাব), মো. খোরশেদ আলম, যুগ্ম পরিচালক (অর্থ ও হিসাব) ও মোঃ আরমান হোসেন, উপ-পরিচালক (পিএস টু ইডি )। অনুষ্ঠানের সার্বিক কার্যক্রম সঞ্চালনা করেন প্রকল্প ব্যবস্থাপক মোঃ রহমত আলী। এছাড়াও প্রকল্পের সকল কর্মকর্তা, উত্তরবঙ্গের বগুড়া, গাইবান্ধা ও সিরাজগঞ্জ জেলার জোনাল ম্যানেজার, এরিয়া ম্যানেজার এবং ব্রাঞ্চ ম্যানেজারগণ উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালাকে সাফল্যমণ্ডিত করেন।