গ্রাম উন্নয়ন কর্ম (গাক) কর্তৃক বাস্তবায়নাধীন মেনোনাইট সেন্ট্রাল কমিটি (এমসিসি)-বাংলাদেশ এর অর্থায়নে এবং কারিগরি সহায়তায়
পরিবেশ বান্ধব কৃষি ও এর ব্যবসায়িক গুরুত্ব শীর্ষক প্রকল্পের আওতায় (ফেইস-২) (Business Importance In Environment Friendly Agriculture-BIEFA) Project-Phase-II বগুড়া জেলা শাজাহানপুর উপজেলার সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা গনের সাথে প্রকল্পের কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ কর্মশালা ০৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে উপজেলা পরিষদ সভাকক্ষ, শাজাহানপুর, বগুড়ায় অনুষ্ঠিত হয়।
প্রকল্পের অবহিতকরণ কর্মশালার শুভ উদ্বোধন ও স্বাগত বক্তব্য প্রদান করেন গাক’র সিনিয়র পরিচালক ড. মোঃ মাহবুব আলম। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, শাজাহানপুর, বগুড়া জনাব মোঃ তাইফুর রহমান।
কর্মশালায় প্রধান অতিথি তার বক্তব্যে (BIEFA) Project-Phase-II প্রকল্পের গুরুত্ব অনুধাবন করে সময়োপযোগি এ প্রকল্পের কারিগরি সহযোগিতা এবং অর্থায়নের জন্য মেনোনাইট সেন্ট্রাল কমিটি (এমসিসি)-বাংলাদেশকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং গাক কর্তৃক বাস্তবায়নাধীন BIEFA) Project-Phase-II প্রকল্পে তার সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করে বলেন, বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলায় পরিবেশবান্ধব কৃষি পদ্ধতির বিকল্প নেই। কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধি এবং বাজারে টেকসই অবস্থান নিশ্চিত করতে হলে অবশ্যই পরিবেশবান্ধব প্রযুক্তি ও উদ্ভাবনী কৃষি চর্চা বিস্তৃত করতে হবে। এ প্রকল্প কৃষকদের শুধু ফসল উৎপাদনেই নয়, বরং উৎপাদিত পণ্যের সঠিক বাজারজাতকরণ ও ন্যায্যমূল্য নিশ্চিতে কার্যকর ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, এ ধরনের প্রকল্প কৃষি অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি গ্রামীণ জনগোষ্ঠীর আয়বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে। উপজেলা নির্বাহী অফিসার মেনোনাইট সেন্ট্রাল কমিটি (এমসিসি)-বাংলাদেশকে সময়োপযোগী এই প্রকল্পে কারিগরি সহায়তা ও অর্থায়নের জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। একইসাথে গাককে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “উপজেলা প্রশাসন সর্বাত্মকভাবে এ প্রকল্পের পাশে থাকবে এবং স্থানীয় কৃষক-কৃষাণীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে প্রকল্পটি সফল হবে।”
কর্মশালায় BIEFA) Project-Phase-II প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও সার্বিক কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন এমসিসি বাংলাদেশ এর প্রোগ্রাম অফিসার মোঃ জাহাংগীর আলম, গাক’র সহকারী পরিচালক মোঃ জিয়াউদ্দিন সরদার। প্রকল্প ব্যবস্থাপক মোঃ শাহ আলম’র সঞ্চালনায় অনুষ্ঠানের সার্বিক কার্যক্রম পরিচালিত হয়। এছাড়াও প্রকল্পের সকল কর্মকর্তাসহ, শাজাহানপুর উপজেলার কৃষক-কৃষাণী, ও প্রতিনিধিগণ উপস্থিত থেকে কর্মশালাকে সাফল্যমন্ডিত করেন।