গত ২০/৮/২০২৫ ইং তারিখে পিকেএসএফ-এর সাধারণ পর্ষদ এর সম্মানিত সদস্য জনাব শফিকুল ইসলাম শাহেদ গাক’র আওতায় বাস্তবায়িত আরএমটিপি প্রকল্পের ডেইরী ও পোল্ট্রি সেক্টরের মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শন করেন।
তিনি মাঠ পর্যায়ের ”রেশমা কৃষি উদ্যোগ কম্পোস্ট প্ল্যান্ট”, উদ্যোক্তা রেজাউল করিমের গরুর খামার, অটল ফুড (দই ও মিষ্টি) কারখানা, উদ্যোক্তা ইয়ামিনের “হাসান এগ ওয়াশিং হাব”, উদ্যোক্তা আব্দুর রহমানের “IOT বেজড মুরগীর খামার” এবং আফসানার “আচারি ফুড” (মাংসের আচার) উৎপাদন কার্যক্রম পরিদর্শন করেন।
এ সময় গাক-এর সিনিয়র পরিচালক ড. মাহবুব আলম, আরএমটিপি ডেইরী ও পোল্ট্রি সেক্টরের প্রকল্প ব্যবস্থাপকগণ ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে তিনি উদ্যোক্তাদের কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং ভবিষ্যৎ কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।