গ্রাম উন্নয়ন কর্ম (গাক) কর্তৃক বাস্তবায়নাধীন আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ), ডানিডা ও পিকেএসএফ এর আর্থিক ও কারিগরি সহায়তায় পরিচালিত আরএমটিপি প্রকল্পের উদ্যোক্তা কর্তৃক উৎপাদিত নতুন ইউনিক পণ্য A2 ঘি পিকেএসএফ-এর ব্যবস্থানা পরিচালক মোঃ ফজলুল কাদের মহোদয়ের কাছে উপস্থাপন করেন গাক’র নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন। তিনি A2 ঘির বানিজ্যক প্রমোশনের জন্য এর তৈরি প্রক্রিয়া, ব্র্যান্ডিং, মোরকীকরণ ইত্যাদি বিষয়ে পরামর্শ প্রদান করেন। এসময় আরো উপস্থিত ছিলেন পিকেএসএফ এর মহাব্যবস্থাপক মেজবাহুর রহমান, উপ-মহাব্যবস্থাপক ও প্রকল্প সমন্বয়কারী মোঃ হাবিবুর রহমান, গাক’র সিনিয়র পরিচালক ড. মোঃ মাহবুব আলম এবং প্রকল্প ব্যবস্থাপক ডাঃ জিয়াউর রহমান।