গ্রাম উন্নয়ন কর্ম (গাক) কর্তৃক বাস্তবায়নাধীন ঋণ কর্মসূচির আওতায় গত ১৭-১৮ মে ২০২৪ ইং তারিখে ২ দিন ব্যাপী এরিয়া ও জোনাল ম্যানেজারদের দায়বদ্ধতা নির্ধারণ বিষয়ক কর্মশালা সংস্থার প্রধান কার্যালয়, গাক টাওয়ার, বনানী, বগুড়ায় অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালার সমাপনী দিনে প্রধান অতিথি উপস্থিত ছিলেন গাক’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন। তিনি ঋণ কর্মসূচি বাস্তবায়নে এরিয়া ও জোনাল ম্যানেজারদের দায় দায়িত্ব ও দায়বদ্ধতার প্রসংগে বলেন লক্ষ্যমাত্রা অর্জনে প্রবল ইচ্ছাশক্তি থাকলে দূর্ভেদ্য লক্ষ্যমাত্রাও অর্জন করা সম্ভব। তিনি সংশ্লিষ্ট সকলকে দায়বদ্ধতা নিয়ে ঋণ কর্মসূচি বাস্তবায়নের পরামর্শ প্রদান করেন। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন গাক’র সিনিয়র পরিচালক ড. মোঃ মাহবুব আলম, পরিচালক (সোশ্যাল) মোঃ রাশিদুল ইসলাম, পরিচালক (প্রশাসন ও অভ্যন্তরীণ নিরীক্ষা) মোঃ হুমায়ুন খালেদ, পরিচালক (এমএফ-১) পংকজ কুমার সরকার, পরিচালক (এমএফ-২) মোঃ মোখলেছুর রহমান, পরিচালক (এসএমএপি) মোঃ আবু রায়হান মিয়া, পরিচালক (মনিটরিং এন্ড রিভিউ) হজকিল মোঃ আবু হাসান, পরিচালক (আইসিটি এন্ড আরএম) মোঃ রায়হানুস সাদাত সহ সংস্থার উর্দ্বতণ কমকর্তাবৃন্দ।