গ্রাম উন্নয়ন কর্ম (গাক) কর্তৃক প্রস্তাবিত বগুড়া এবং বরিশাল জেলার প্রত্যন্ত অঞ্চলের কৃষি উদ্যোক্তাদের অংশগ্রহণে নিরাপদ কৃষি ও প্রাণিজ পণ্যের প্রক্রিয়াজাতকরণ ও বাজার উন্নয়ন শীর্ষক প্রকল্পের আনুষ্ঠানিক চুক্তি সম্প্রতি সিটি ব্যাংক পিএলসি এর সাথে সম্পাদিত হয়েছে। অনুষ্ঠানে গাক এর পক্ষে চুক্তি স্বাক্ষর করেন নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন এবং সিটি ব্যাংক পিএলসি এর পক্ষে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার শেখ মোহাম্মদ মারুফ। প্রকল্পটি সিটি ব্যাংক পিএলসি এর আর্থিক সহায়তায় নিরাপদ কৃষি ও প্রাণিজ পণ্যের প্রক্রিয়াজাতকরণে উদ্যোক্তাদের প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তি হস্তান্তর, মার্কেট লিংকেজ সহ বিভিন্ন ধরনের উন্নয়ন কাজ করা হবে। উক্ত চুক্তি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিটি ব্যাংক পিএলসি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ মাহবুবুর রহমান, কান্ট্রি বিজনেস ম্যানেজার মোঃ আশানুর রহমান, হেড অফ ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন্স অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স শাহরিয়ার জামিল, গাক’র সিনিয়র পরিচালক ড. মোঃ মাহবুব আলম, উপ-পরিচালক মোঃ আরমান হোসেন, সমন্বয়কারী (কমিউনিকেশন এ্যান্ড ডকুমেন্টেশন) মোঃ জিয়া উদ্দিন সরদার সহ সিটি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।