Rohingya Orphan School ৬ আগষ্ট—২০২৫ এ পরিদর্শন করেন ক্যাম্প—ইন—চার্জ (উপসচিব)। তিনি বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি, পাঠদান পদ্ধতি এবং শিক্ষার পরিবেশ পর্যালোচনা করেন। পরিদর্শনকালে তিনি মেধাবী ও নিয়মিত উপস্থিত শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন, যা শিক্ষার্থীদের মধ্যে অনুপ্রেরণা ও আগ্রহ বৃদ্ধি করে।এ সময় ক্যাম্প—ইন—চার্জ শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের মানসিক বিকাশে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের পরামর্শ প্রদান করেন। তিনি শিক্ষার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের চর্চার ওপরও গুরুত্ব আরোপ করেন।রোহিঙ্গা শিশুদের শিক্ষা গ্রহণের আগ্রহ ও বিদ্যালয়ের পরিবেশ দেখে ক্যাম্প—ইনচার্জ সন্তোষ প্রকাশ করেন এবং বিদ্যালয়ের এ কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান। তার এই পরিদর্শন বিদ্যালয়ের শিক্ষক—শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করেছে, যা ভবিষ্যতে শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।
