গাক’র আয়োজনে SMART প্রকল্পের আওতায় মিনি গার্মেন্টস উপ-প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

গ্রাম উন্নয়ন কর্ম (গাক) কর্তৃক বাস্তবায়নাধীন বিশ্বব্যাংক ও পিকেএসএফ এর অর্থায়নে Sustainable Microenterprise & Resilient Transformation (SMART) প্রকল্পের আওতায় মিনি গার্মেন্টস উপ-প্রকল্পের অবহিতকরণ কর্মশালা ১৮ আগস্ট ২০২৫ তারিখে গাক কনফারেন্স রুম, গাক টাওয়ার, বনানী, বগুড়ায় অনুষ্ঠিত হয়।

প্রকল্পের অবহিতকরণ কর্মশালার শুভ উদ্বোধন ও স্বাগত বক্তব্য প্রদান করেন গাক’র সিনিয়র পরিচালক ড. মোঃ মাহবুব আলম। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট এর ইলেকট্রনিক্স এন্ড ইলেকট্রিক ডিপার্ট্মেন্টের চিফ ইনস্ট্রাকটর জনাব সৈয়দ মোঃ মামুনুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট এর মেকানিক্যাল ডিপার্ট্মেন্টের চিফ ইনস্ট্রাকটর জনাব মোঃ শফিকুল ইসলাম।

কর্মশালায় প্রধান অতিথি তার বক্তব্যে SMART প্রকল্পের গুরুত্ব অনুধাবন করে সময়োপযোগি এ প্রকল্পের অর্থায়নের জন্য বিশ্বব্যাংক ও পিকেএসএফ কে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং গাক কর্তৃক বাস্তবায়নাধীন SMART প্রকল্পে তার সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। উদ্যোক্তাদের কারখানার পরিবেশবান্ধব টেকসই উৎপাদনের ক্ষেত্রে কারখানা সমূহে সবুজ প্রবৃদ্ধির পথে অগ্রগামী করতে SMART প্রকল্প সহায়ক ভূমিকা পালন করবে, এই মর্মে আশাবাদ ব্যক্ত করেন। কর্মশালায় বিশেষ অতিথি তার বক্তব্যে পরিবেশের সবুজ প্রবৃদ্ধি বজায় রেখে আধুনিক ও যুগোপযোগী পোষাক কারখানা স্থাপনে জড়িত সংশ্লিষ্ঠ ষ্টেকহোল্ডারদের সমন্বিত দীর্ঘমেয়াদি কর্ম পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে এই শিল্পকে এগিয়ে নিতে SMART প্রকল্পের কার্যক্রমের প্রশংসা করেন।

কর্মশালায় SMART প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও সার্বিক কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন গাক’র সহকারী পরিচালক মোঃ জিয়াউদ্দিন সরদার। প্রকল্প ব্যবস্থাপক মোঃ রহমত আলীর সঞ্চালনায় অনুষ্ঠানের সার্বিক কার্যক্রম পরিচালিত হয়। এছাড়াও প্রকল্পের সকল কর্মকর্তাসহ উত্তরবঙ্গ তথা বগুড়া, গাইবান্ধা ও সিরাজগঞ্জ জেলার বস্ত্র উৎপাদন খাতের সঙ্গে জড়িত প্রতিষ্ঠান সমূহের স্বত্ত্বাধিকারী ও প্রতিনিধিগণ উপস্থিত থেকে কর্মশালাকে সাফল্যমন্ডিত করেন।