তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচি পালন

গ্রাম উন্নয়ন কর্ম (গাক) কর্তৃক বাস্তবায়নাধীন সমৃদ্ধি কর্মসূচির আওতায় অদ্য ৩ আগষ্ট তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়। বগুড়া জেলাধীন গাবতলী এবং সারিয়াকান্দি উপজেলায় সমৃদ্ধি কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে কাঁঠালএবং পেয়ারার গাছ বিতরণ এবং বিভিন্ন স্থানে বৃক্ষরোপন করা হয়। উক্ত বৃক্ষরোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাক’র সহকারী পরিচালক জনাব মোঃ জিয়া উদ্দিন সরদার, প্রকল্প সমন্বয়কারী মোঃ ইব্রাহিম আলী ও মোঃ সাদিকুল হাসান, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, প্রবীণ সদস্য, যুব প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক বৃন্দ।