বগুড়ায় গাক’র আয়োজনে SMART প্রকল্পের আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

গ্রাম উন্নয়ন কর্ম (গাক) কর্তৃক বাস্তবায়নাধীন বিশ্বব্যাংক ও পিকেএসএফ এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় Sustainable Microenterprise & Resilient Transformation (SMART) প্রকল্পের আওতায় মেশিনারীজ এবং ইকুইপমেন্ট উপ-প্রকল্পের আঞ্চলিক কর্মশালা অদ্য ১৭ এপ্রিল ২০২৫ তারিখে গাক কনফারেন্স হল, গাক টাওয়ার, বনানী, বগুড়ায় অনুষ্ঠিত হয়।

উক্ত উপ-প্রকল্পের আঞ্চলিক কর্মশালায় স্বাগত বক্তব্য প্রদান করেন গাক’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন। কর্মশালায় উপস্থিত ছিলেন বিশ্বব্যাংক প্রতিনিধি Miss Eun Joo Allison, (TTL, SMART Project) ও সৈয়দ মুজতাবা সোবাইর (পরিবেশ বিশেষজ্ঞ)। এছাড়াও উপস্থিত ছিলেন পিকেএসএফ এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোঃ মশিয়ার রহমান, স্মার্ট প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর গোকুল চন্দ্র বিশ্বাস, ডেপুটি প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ রওশন হাবিব, ব্যবস্থাপক আবু হায়াদ মোঃ রাহাত হোসেন, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মুহাম্মদ খালেদ আমিনুল হাসান, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ মোঃ শফিউল ইসলাম, গাক’র সিনিয়র পরিচালক ও SMART প্রকল্পের ফোকাল পারসন ড. মোঃ মাহবুব আলম, পরিচালক (এমএফ) মোঃ মুখলেছুর রহমান, সহকারি পরিচালক মোঃ জিয়া উদ্দিন সরদার সহ অন্যান্য প্রকল্প কর্মকর্তাবৃন্দ। কর্মশালায় সরকারী/বেসরকারী প্রতিষ্ঠান বিটাক, পরিবেশ অধিদপ্তর, বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউট, পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী, টিএমএসএস, জাকস ফাউন্ডেশন, এসো এনজিও’র নির্বাহী পরিচালক ও ফোকাল পারসন এবং প্রকল্পের উদ্যোক্তাবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালায় SMART প্রকল্পের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনাসহ ভবিষ্যৎ করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

কর্মশালায় অংশগ্রহণের পূর্বে পিকেএসএফ এবং বিশ্বব্যাংকের প্রতিনিধিবৃন্দ গাক কর্তৃক বাস্তবায়নাধীন স্মার্ট প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।