গ্রাম উন্নয়ন কর্ম (গাক) কর্তৃক বাস্তবায়নাধীন বিশ্বব্যাংক ও পিকেএসএফ এর অর্থায়নে Sustainable Microenterprise & Resilient Transformation (SMART) প্রকল্পের অবহিতকরণ কর্মশালা ২০ নভেম্বর ২০২৪ তারিখে গাক কনফারেন্স হল, গাক টাওয়ার, বনানী, বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে।
প্রকল্পের অবহিতকরণ কর্মশালার শুভ উদ্বোধন ও স্বাগত বক্তব্য প্রদান করেন গাক’র সিনিয়র পরিচালক ও SMART প্রকল্পের ফোকাল পারসন ড. মোঃ মাহবুব আলম।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়, বগুড়া এর পরিচালক (উপসচিব) মুহাঃ আহসান হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিক বগুড়া জেলা কার্যালয় এর উপ-মহাব্যবস্থাপক এ কে এম মাহফুজুর রহমান ও বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউট এর মেকানিক্যাল বিভাগের বিভাগীয় প্রধান মোঃ শফিউল আল আজিজ।
কর্মশালায় প্রধান অতিথি তার বক্তব্যে SMART প্রকল্পের গুরুত্ব অনুধাবন করে সময়োপযোগি এ প্রকল্পের অর্থায়নের জন্য বিশ্বব্যাংক ও পিকেএসএফ কে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং গাক কর্তৃক বাস্তবায়নাধীন SMART প্রকল্পে পরিবেশ অধিদপ্তরের সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। উদ্যোক্তাদের কারখানার পরিবেশবান্ধব টেকসই উৎপাদনের ক্ষেত্রে কারখানা সমূহে সবুজ প্রবৃদ্ধির পথে অগ্রগামী করতে SMART প্রকল্প সহায়ক ভূমিকা পালন করবেন মর্মে আশাবাদ ব্যক্ত করেন।
কর্মশালায় বিশেষ অতিথি তার বক্তব্যে চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলায় আধুনিক প্রযুক্তি নির্ভর মেশিনারীজ স্থাপন, উদ্যোক্তা ও এই সেক্টরের সাথে জড়িত সংশ্লিষ্ঠ ষ্টেকহোল্ডারদের সমন্বিত দীর্ঘমেয়াদি কর্ম পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে এই শিল্পকে এগিয়ে নিতে SMART প্রকল্পের কার্যক্রমের প্রশংসা করেন।
কর্মশালায় SMART প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও সার্বিক কার্যক্রম সম্পর্কে উপস্থাপন করেন গাক’র সমন্বয়কারী মোঃ জিয়াউদ্দিন সরদার। প্রকল্প ব্যবস্থাপক মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোঃ রাফিউল ইসলাম, যুগ্ম পরিচালক (অর্থ ও হিসাব), মোঃ মোবারক হোসেন তালুকদার, মোঃ আরমান হোসেন, উপ-পরিচালক, নির্বাহী দপ্তর, গাক। এছাড়াও প্রকল্পের সকল কর্মকর্তা সহ উত্তরবঙ্গ তথা বগুড়া ও নওঁগা জেলার মেশিনারীজ ও যন্ত্রাংশ উৎপাদন খাতের সঙ্গে জড়িত প্রতিষ্ঠান সমূহের স্বত্ত্বাধিকারী ও প্রতিনিধিগণ।