চরাঞ্চলে উচ্চ মূল্যের ফসল (Scale Up High Value Crop) উৎপাদন ও বাজার উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় হাইব্রিড ভূট্টা ও সরিষার বীজ বিতরণ

গ্রাম উন্নয়ন কর্ম (গাক) কর্তৃক বাস্তবায়নাধীন ব্র্যাক ব্যাংক পিএলসি এর আর্থিক সহায়তায় চরাঞ্চলে উচ্চ মূল্যের ফসল (Scale Up High Value Crop) উৎপাদন ও বাজার উন্নয়ন শীর্ষক প্রকল্পটি বগুড়া জেলাধীন সারিয়াকান্দি ও ধুনট উপজেলার চরাঞ্চলে ১৪০০ কৃষককে সম্পৃক্ত ৪টি উচ্চ মূল্যের ফসল (ভূট্টা, মরিচ, পাট এবং সরিষা) চাষ সম্প্রসারণ এবং বাজার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। উক্ত প্রকল্পের আওতায় অদ্র ১৪ নভেম্বর ২০২৪ তারিখ সকাল ১১ টায় সারিয়াকান্দি উপজেলাধীন চন্দনবাইশা বাজারে ২৩৫ জন কৃষককে হাইব্রিড ভূট্টা ও সরিষার বীজ বিতরণ করা হয়। গাক’র যুগ্ম পরিচালক মোঃ রবিউল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত বীজ বিতরণ কর্মশালায় উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ ওমর ফারুক, সমন্বয়কারী মোঃ জিয়াউদ্দিন সরদার, এরিয়া ম্যানেজার মোঃ সাজ্জাত হোসেন, প্রকল্প ব্যবস্থাপক মোঃ রাজিবিল্লাহ, সংশ্লিষ্ট এলাকার শাখা ব্যবস্থাপক, প্রকল্প কর্মকর্তাবৃন্দ, নির্বাচিত কৃষক এবং স্থানীয়/আঞ্চলিক সাংবাদিকবৃন্দ।

উন্নত এবং হাইব্রিড জাতের বীজ এবং চাষাবাদ সংক্রান্ত পরামর্শ পেয়ে কৃষকরা গাক এবং ব্র্যাক ব্যাংক পিএলসি’র ভূঁয়সী প্রশংসা করেন এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সর্বোচ্চ উৎপাদনের আশাবাদ ব্যাক্ত করেন।