গাক’র আয়োজনে SMART প্রকল্পের আওতায় Staff Capacity Building Training & Refreshers কর্মশালা অনুষ্টিত

গ্রাম উন্নয়ন কর্ম (গাক) কর্তৃক বাস্তবায়নাধীন Sustainable Microenterprise & Resilient Transformation (SMART) প্রকল্পের আওতায় মাইক্রোফাইন্যান্স ও SMART প্রকল্পের কর্মকর্তাদের অংশগ্রহনে দিনব্যাপি Staff Capacity Building Training & Refreshers কর্মশালা ১৮ অক্টোবর ২০২৪ তারিখে গাক কনফারেন্স হল, গাক টাওয়ার, বনানী, বগুড়ায় সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

প্রকল্প ব্যবস্থাপক মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় কর্মশালার শুভ উদ্বোধন ও স্বাগত বক্তব্য প্রদান করেন গাক মাইক্রোফাইন্যান্স এর পরিচালক মো. মুখলেছুর রহমান। তিনি তার বক্তব্যে প্রকল্পের আওতায় মাইক্রোএন্টারপ্রাইজ ব্যবস্থাপনার কৌশল, উদ্যোক্তার প্রোফাইল, বাজার বিশ্লেষণ, পণ্য উন্নয়ন এবং গ্রাহক চাহিদা মূল্যায়ন, নতুন উদ্যোগ পরিচালনা ও কীভাবে একটি ক্ষুদ্র উদ্যোগকে টেকসই করা যায়, সে সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন মো. হুমায়ন খালিদ, পরিচালক (প্রশাসন ও অভ্যন্তরীণ নিরীক্ষা), মো. হাসান আশরাফুজ্জামান, যুগ্ম পরিচালক (সিসি বগুড়া ডিভিশন, এসএমএপি), মো. রবিউল ইসলাম, যুগ্ম পরিচালক (সিসি বগুড়া ডিভিশন, পিকেএসএফ), মো. রাফিউল ইসলাম, যুগ্ম পরিচালক (অর্থ ও হিসাব), মো. খোরশেদ আলম, যুগ্ম পরিচালক (অর্থ ও হিসাব), মো. আব্দুর রহিম, সি. সহকারী পরিচালক (সিসি রাজশাহী ডিভিশন), গাক । কর্মশালায় SMART প্রকল্পের লক্ষ্যে, উদেশ্য ও প্রকল্প কার্যক্রমের উপর প্রেজেনটেশন প্রদান করেন গাক’র সহকারী পরিচালক মো. জিয়াউদ্দিন সরদার। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন SMART প্রকল্পের কর্ম এলাকার আওতাভুক্ত সকল জোনাল ম্যানেজার, এরিয়া ম্যানেজার, শাখা ব্যবস্থাপক ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ। সমাপনী সেশনে গাক’র কনসালটেন্ট মোঃ মোবারক হোসেন তালুকদার প্রোগ্রামে অংশগ্রহণকারী সকলে প্রশিক্ষণ হতে প্রাপ্ত জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে SMART প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে অগ্রনী ভুমিকা পালন করবেন মর্মে আশাবাদ ব্যক্ত করেন।