গাক’র সাথে বাংলাদেশ ব্যাংক এর Small and Marginal Sized Farmers Agricultural Productivity Improvement and Diversification Financing Project (SMAP) প্রকল্পের চুক্তি স্বাক্ষর

গ্রাম উন্নয়ন কর্ম (গাক) কর্তৃক বাস্তবায়নাধীন “Small and Marginal Sized Farmers Agricultural Productivity Improvement and Diversification Financing Project” প্রকল্পের পরবর্তী ৩ বছরের জন্য আনুষ্ঠানিক চুক্তি ১ সেপ্টেম্বর ২০২৪ তারিখে বাংলাদেশ ব্যাংক এর প্রধান কার্যালয়, ঢাকায় স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে গাক’র পক্ষে চুক্তি স্বাক্ষর করেন নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষে পরিচালক, কৃষি ঋণ বিভাগ কানিজ ফাতেমা। উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোঃ দেলোয়ার হোসেন, যুগ্ম পরিচালক মোঃ ছাইয়িদ আহমাদ এবং গাক’র পরিচালক মোঃ আবু রায়হান মিয়া সহ উর্দ্বতন কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য যে, বাংলাদেশ ব্যাংক ও জাইকা’র অর্থায়নে প্রকল্পটি ২০১৫ সাল থেকে গ্রাম উন্নয়ন কর্ম (গাক) দেশের ৩৩টি জেলায় লক্ষাধিক কৃষকদের মাঝে ঋণ সহায়তার পাশাপাশি উন্নত কৃষি প্রযুক্তি, প্রাণি সেবা, প্রশিক্ষণ, আধুনিক কৃষি যন্ত্রপাতি ও মানসম্মত কৃষি উপকরণ সরবরাহ করে কৃষিজ পণ্যের উৎপাদন বৃদ্ধি এবং বাজার ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধি করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় প্রতি ৩ বছর পর পর এ প্রকল্পের চুক্তি সম্পাদন করা হয়।