গ্রাম উন্নয়ন কর্ম (গাক) কর্তৃক বাস্তবায়নাধীন PKSF, World Bank and Asian Infrastructure Investment Bank (AIIB) এর অর্থায়নে BD Rural WASH for HCD প্রকল্প বিষয়ক মতবিনিময় সভা গতকাল পলাশবাড়ি উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। গাক’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন এর সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিকেএসএফ এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ জসীম উদ্দিন। গাইবান্ধা জেলার পলাশবাড়ি ও সাদুল্লাপুর উপজেলায় প্রকল্প বাস্তবায়নের সাথে সম্পৃক্ত ১২টি সহযোগি সংস্থার ফোকাল পারসন ও শাখা কর্মকর্তাবৃন্দের সাথে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পিকেএসএফ এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মহোদয় প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা এবং কাংখিত লক্ষ্যমাত্রা অর্জনে বিভিন্ন দিকনির্দেশনামূলক পরার্মশ প্রদান করেন। সভাপতির বক্তব্যে ড. খন্দকার আলমগীর হোসেন বলেন, নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে প্রকল্পটি ক্ষুদ্রঋণ কর্মসূচিকে অলংকৃত করেছে। সুতরাং আমি মনে করি এই প্রকল্প বাস্তবায়নের সাথে জড়িত সকলেই প্রকল্পের লক্ষ্যমাত্রা অর্জনে আরও বেশি সচেষ্ট হবেন।
গাক’র সমন্বয়কারী (কমিউনিকেশন এন্ড ডকুমেন্টেশন) মোঃ জিয়া উদ্দিন সরদার এর সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন গাক’র পরিচালক-এমএফ মোঃ মুখলেছুর রহমান, যুগ্ম-পরিচালক মোঃ রবিউল ইসলাম, উপ-পরিচালক মোঃ আরমান হোসেনহস, সিসি-রংপুর মোঃ আবুল কালাম আজাদ সহ প্রকল্প বাস্তবায়নের সাথে জড়িত সহযোগি সংস্থা সমুহের প্রকল্প ফোকাল পারসন ও শাখা ব্যবস্থাপকবৃন্দ।