গাক’র আরএমিটিপি প্রকল্পের আওতায় সারিয়াকান্দি উপজেলার হাটফুলবাড়িতে মডেল জবাইখানার শুভ উদ্বোধন

গ্রাম উন্নয়ন কর্ম (গাক) কর্তৃক বাস্তবায়নাধীন আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ), ডানিডা, পিকেএসএফ এর আর্থিক ও কারিগরি সহায়তায় “নিরাপদ মাংস এবং দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন” উপ-প্রকল্পের আওতায়” সারিয়াকান্দি উপজেলাধীন হাটফুলবাড়িতে ‘মডেল জবাইখানা” স্থাপন করা হয়। নিরাপদ ও স্বাস্থ্য সম্মত উপায়ে কসাই এর মাধ্যমে প্রাণী জবাই এর উদ্দেশ্যে উদ্যোক্তা মাসুদ রানার তত্ত্বাবধানে উক্ত জবাইখানাটি পরিচালিত হবে। গাক’র সিনিয়র পরিচালক ড. মোঃ মাহবুব আলম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ তৌহিদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার, সারিয়াকান্দি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আনোয়ারুত তারিক মোহাম্মদ, চেয়ারম্যান, ফুলবাড়ী ইউনিয়ন পরিষদ, সারিয়াকান্দি ও ডাঃ মোঃ শাহ্ আলম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার, সারিয়াকান্দি, বগুড়া । এছাড়াও গাক’র সমন্বয়কারী (কমিউনিকেশন এন্ড ডকুমেন্টেশন) মোঃ জিয়া উদ্দিন সরদার, প্রকল্প ব্যবস্থাপক ডাঃ মোঃ জিয়াউর রহমান, প্রকল্প কর্মকর্তা সহ প্রকল্পভুক্ত উপকারভোগী, স্থানীয় সাংবাদিক ও গণমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এই সময় উদ্যোক্তা সহ গাক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং এইরূপ মডেল জবাইখানা সারিয়াকান্দি উপজেলার অন্যান্য ইউনিয়নে নির্মাণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পরামর্শ প্রদান করেন।