গ্রাম উন্নয়ন কর্ম (গাক) কর্তৃক বাস্তবায়নাধীন পিকেএসএফ ও গ্রীন ক্লাইমেট ফান্ড (জিসিএফ) এর অর্থায়নে নওগাঁ জেলাধীন সাপাহার উপজেলায় Extended Community Climate Change-Drought প্রকল্পের অবহিতকরণ কর্মশালা গত ১২ জুন ২০২৪ তারিখে সাপাহার উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জনাব মোঃ মাসুদ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার, সাপাহার এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শাহজাহান হোসেন, উপজেলা চেয়ারম্যান, সাপাহার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ ফিরোজুর রহমান, এপিসি (মনিটরিং এন্ড মূল্যায়ন), ECCCP-Drought প্রকল্প, পিকেএসএফ, মোঃ মোখলেছুর রহমান, পরিচালক (এমএফ), গাক, মোঃ জিয়া উদ্দিন সরদার, সমন্বয়কারী, গাক। এছাড়াও উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারী/বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, প্রকল্পের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কর্মশালায় প্রধান অতিথি জনাব মোঃ শাহজাহান হোসেন উপজেলা পরিষদের সার্বিক সহযোগিতায় প্রকল্পের সফল বাস্তবায়নে সকলকে সক্রিয় অংশগ্রহনের জন্য আহ্ববান জানান। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মাসুদ হোসেন প্রকল্পের গুরুত্ব অনুধাবন করে পরিবর্তীত জলবায়ুর বিরুপ প্রভাব মোকাবেলায় এ প্রকল্পের সুষ্ঠ ও সঠিক বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস ব্যক্ত করেন।