জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস ২০২৪ উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস ২০২৪ উপলক্ষ্যে গাক’র প্রধান কার্যালয় হল রুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাক’র সিনিয়র পরিচালক ড. মো: মাহবুব আলম, পরিচালক (প্রশাসন ও অভ্যন্তরীণ নিরীক্ষা) জনাব মোঃ হুমায়ুন খালেদ, পরিচালক (এমএফ-১) পংকজ কুমার সরকার, পরিচালক (এসএমএপি) মোঃ আবু রায়হান মিয়া, যুগ্ম পরিচালক মোঃ হাসান আশরাফুজ্জামান, মোঃ রবিউল ইসলাম, মোঃ রাফিউল ইসলাম, গাক’র পরামর্শক মোঃ মোবারক হোসেন তালুকদার, উপপরিচালক মোঃ আরমান হোসেন, সমন্বয়কারী-কমিউনিকেশন এন্ড ডকুমেন্টেশন মোঃ জিয়া উদ্দিন সরদার সহ সংস্থার উর্দ্ধতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। উক্ত আলোচনা সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব, কৈশোর ও রাজনৈতিক জীবনের এর স্মৃতিচারণ, দূরদর্শিতা, স্বাধীন জাতি গঠনে নেতৃত্ব প্রদান ইত্যাদি গুণাবলী নিয়ে আলোচনা শেষে দোয়া মাহফিলের মাধ্যমে তাঁর আত্ত্বার মাগফিরাত কামনা করে সভার সমাপনী করা হয়।