গ্রাম উন্নয়ন কর্ম (গাক) কর্তৃক বাস্তবায়নাধীন পিকেএসএফ, ইফাদ, ডানিডা এর আর্থিক ও কারিগরী সহায়তায় পরিচালিত আরএমটিপি প্রকল্পের মাঠ পর্যায়ের কার্যক্রম গত ৬ মার্চ ২০২৪ তারিখে সরেজমিনে পরিদর্শন করেন পিকেএসএফ এর সিনিয়র মহাব্যবস্থাপক ও প্রকল্প সমন্বয়কারী ড. আকন্দ মোঃ রফিকুল ইসলাম। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গাক এর সিনিয়র পরিচালক ড. মোঃ মাহবুব আলম, পরিচালক (এমএফ-১) পংকজ কুমার সরকার, পিকেএসএফ এর ব্যবস্থাপক ও নিউট্রিশন স্পেশালিস্ট জনাব কপিল কুমার পাল, আরএমটিপি প্রকল্পের ভ্যালু চেইন প্রজেক্ট ম্যানেজার ডাঃ মোঃ এরফান আলী, পুষ্টিবিদ মোঃ শামসুল হুদা, সমন্বয়কারী (কমিউনিকেশন এন্ড ডকুমেন্টেশন) মো: জিয়াউদ্দিন সরদার, প্রকল্প ব্যবস্থাপক ডাঃ মোঃ জিয়াউর রহমান সহ প্রকল্পের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
তিনি ‘নিরাপদ মাংস ও দুগ্ধজাতপণ্যের বাজার উন্নয়ন’ শীর্ষক উপ-প্রকল্পের আওতায় উদ্যোক্তা কর্তৃক বাস্তবায়িত দুধ সংরক্ষনে মিনি চিলিং প্লান্ট, প্রানি ক্রয় বিক্রয়ে ই – ব্রোকার, টিএমআর মেশিনে খাদ্য তৈরি, অটোমেটিক মেশিনে মিষ্টি তৈরি, বানিজ্যিকভাবে চিজ উৎপাদন কার্যক্রম পরিদর্শন করেন ও উদ্যোক্তাদের দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন। পরিদর্শন পরবর্তী গাক প্রধান কার্যালয়ে সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন এর সভাপতিত্বে উপ-প্রকল্পের সফল উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য পরিদর্শন, সম্মাননা স্মারক, সনদ প্রদান ও আলাচনা সভা অনুষ্ঠিত হয় । সান্ধকালিন এই অনুষ্ঠানে উপ-প্রকল্পের সফল উদ্যোক্তাদের অভিনন্দন, সম্মাননা স্মারক, সনদ ও ল্যাপটপ প্রদান করা হয়।