গ্রাম উন্নয়ন কর্ম (গাক) এর প্রশিক্ষণ বিভাগ কর্তৃক আয়োজিত মাঠ পর্যায়ে ব্যবস্থাপকগনের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ২ দিনব্যাপী “আচরণগত পরিবর্তন ও নেতৃত্ব উন্নয়ন বিষয়ক” প্রশিক্ষণ” ১৬-১৭ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ গাক প্রশিক্ষণ কক্ষ, গাক টাওয়ার, বনানী বগুড়ায় অনুষ্ঠিত হয়। শাখা ও এলাকা ব্যবস্থাপকদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কোর্সটি পরিচালনায় সহায়তা করেন ব্র্যাক ট্রেনিং ফ্যাসিলিটেশন ইউনিট। উক্ত প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সম্মানিত নির্বাহী পরিচালক মহোদয় ড. খন্দকার আলমগীর হোসেন। তিনি শাখা ব্যবস্থাপকগনকে উক্ত প্রশিক্ষণের শিক্ষণ থেকে জ্ঞান নিয়ে মাঠ পর্যায়ে সততা, নিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ দেন। এছাড়াও সমাপনীতে আরও উপস্থিত ছিলেন সংস্থার সিনিয়র পরিচালক ড. মো: মাহবুব আলম, প্রশিক্ষক আব্দুল আলিম এবং ব্র্যাক এর ফ্যাসিলিটেটরবৃন্দ।