গ্রাম উন্নয়ন কর্ম (গাক) কর্তৃক বাস্তবায়নাধীন Water.org এর অর্থায়নে ও InM এর সহযোগিতায় WCAD কর্মসূচির আওতায় সংস্থার ৩০ জন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে “নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার ” বিষয়ক প্রশিক্ষণ অদ্য ১৩ ফেব্রুয়ারি ২০২৪ ইং তারিখে কনফারেন্স রুম, গাক টাওয়ার, বনানী, বগুড়ায় অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাক’র সিনিয়র পরিচালক ড. মোঃ মাহবুব আলম। এসময় আরও উপস্থিত ছিলেন পরিচালক (এমএফ-১) জনাব পংকজ কুমার সরকার, সমন্বয়কারী (কমিউনিকেশন এ্যান্ড ডকুমেন্টেশন) জনাব মোঃ জিয়া উদ্দিন সরদার, জোনাল ম্যানেজার, এরিয়া ম্যানেজারসহ সংস্থার ঋণ কার্যক্রমের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।