জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জেষ্ঠ্য পুত্র “বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল-এর ৭৪তম জন্মবার্ষিকী” উপলক্ষ্যে গ্রাম উন্নয়ন কর্ম (গাক) এর বোর্ড রুমে সংস্থার নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন মহোদয়ের সভাপতিত্বে একটি বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র অংশগ্রহণ এবং যুদ্ধ পরবর্তী সময়ে দেশ গঠনে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর অবদান বিষয়ে আলোচনা করা হয়। আলোচনান্তে শহীদের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
সভায় অন্যান্য ব্যক্তিবর্গের মধ্যে আরো উপস্থিত ছিলেন ড. মোঃ মাহবুব আলম (সিনিয়র পরিচালক), মোঃ রশিদুল ইসলাম (পরিচালক, সোশ্যাল এন্টারপ্রাইজ), মোঃ হুমায়ুন খালেদ (পরিচালক, প্রশাসন ও অভ্যন্তরীণ নিরীক্ষা), পঙ্কজ কুমার সরকার (পরিচালক, মাইক্রোফাইন্যান্স), হজকিল মোঃ আবু হাসান (পরিচালক, মনিটরিং ও রিভিউ), মোঃ আবু রায়হান মিয়া (পরিচালক, এসএমএপি) মোঃ রায়হানুস সাদাত (পরিচালক, আইসিটি ও আরএম) সহ বিভিন্ন বিভাগের প্রধানগন এবং সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।