বগুড়ার চরাঞ্চলে “High Value Crop Production & Market Development” প্রকল্পের চুক্তি স্বাক্ষর

ব্র্যাক ব্যাংক লিঃ এর আর্থিক সহায়তায় গ্রাম উন্নয়ন কর্ম (গাক) কর্তৃক প্রস্তাবিত বগুড়ার চরাঞ্চলে “High Value Crop Production & Market Development” প্রকল্পের আনুষ্ঠানিক চুক্তি অদ্য ৯ জুলাই ২০২৩ তারিখে ব্র্যাক ব্যাংক লিমিটেড এর ঢাকা অফিসে স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে গাক’র পক্ষে চুক্তি স্বাক্ষর করেন নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন এবং ব্র্যাক ব্যাংকের পক্ষে ডিএমডি এন্ড চিপ অপারেটিং অফিসার জনাব সাব্বির হোসাইন। উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের এসএমই ব্যাংকিং ডিভিশনের হেড অব এমএফআই এন্ড এগ্রিকালচার ফাইন্যান্স জনাব তাপস কুমার রায় ও হেড অব কমিউনিকেশনস জনাব একরাম কবির এবং গাক’র সিনিয়র পরিচালক ড. মোঃ মাহবুব আলম ও পরিচালক (স্যোসাল) জনাব মোঃ রাশিদুল ইসলাম।

প্রকল্পের আওতায় বগুড়ার চরাঞ্চলে উন্নত প্রযুক্তি এবং আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহার করে ভুট্টা, মরিচ, পাট ও সরিষার উৎপাদন বৃদ্ধি, চাষ সম্প্রসারণ এবং বাজার ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধি করা।