পেইস প্রকল্পের আওতায় গাক চক্ষু হাসপাতালের উদ্যোগে বগুড়া রেলওয়ে ধোলাইখাল মার্কেটে ফ্রি স্বাস্থ্য সুরক্ষা সেবা ক্যাম্প অনুষ্ঠিত

আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় পেইস প্রকল্পের অধীনে “কৃষি যান্ত্রিকীকরণ খাতের ক্ষুদ্র উদ্যোগে শোভন কর্ম পরিবেশ উন্নয়ন শীর্ষক উপ-প্রকল্প” এর আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক) এর চক্ষু হাসপাতালের আয়োজনে অদ্য ২৯ মে ২০২৩ (সোমবার) বগুড়া রেলওয়ে ধোলাইখাল মার্কেটে ফ্রি স্বাস্থ্য সুরক্ষা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ ঘটিকায় স্বাস্থ্য সুরক্ষা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া পৌরসভার ৪ নং ওয়ার্ড কমিশনার জনাব আব্দুল মতিন সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া পৌরসভার ৫ নং ওয়ার্ড কমিশনার জনাব রেজাউল করিম ডাবলু, পুরাতন মোটর পার্টস এন্ড আয়রন ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক জনাব ফরিদুল হাসান ছানু, রেলওয়ে ধোলাইখাল মার্কেট ও পুরাতন মোটর পার্টস এন্ড আয়রন ব্যবসায়ী মালিক সমিতির সহ-সভাপতি জনাব আলহাজ আব্দুর রাজ্জাকসহ মার্কেটের মালিক, শ্রমিক এবং সাংবাদিকবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন কৃষি যন্ত্রপাতি উৎপাদনে দক্ষিণ এশিয়ার বৃহৎ হাব হিসেবে পরিচিত বগুড়া জেলা। আর বগুড়া রেলওয়ে ধোলাইখাল মার্কেট লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পে দেশের একটি বৃহৎ বাজার। এখানে ৩ শতাধিক ছোট বড় ক্ষুদ্র উদ্যোগে প্রায় ২ হাজার শ্রমিক নিয়োজিত আছেন যারা ঝুকিপূর্ণ পেশা কৃষি যন্ত্রপাতি উৎপাদনে জড়িত। বিভিন্নরকম স্বাস্থ্য ঝুঁকি নিয়ে তারা এ শিল্পকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। মূলত মার্কেটের মালিক, শ্রমিক, কর্মচারীদের স্বাস্থ্য ঝুঁকি হ্রাস কল্পে এধরণের আয়োজন করায় গাক কে তিনি ধন্যবাদ জানান।

গাক’র পরামর্শক জনাব মোঃ মোবারক হোসেন তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত ফ্রি স্বাস্থ্য সুরক্ষা সেবা ক্যাম্পে আরও উপস্থিত ছিলেন গাক’র সিনিয়র সহকারী পরিচালক মোঃ আরমান হোসেন, সমন্বয়কারী (কমিউনিকেশন এন্ড ডকুমেন্টেশন) মোঃ জিয়াউদ্দিন সরদার, প্রকল্প ব্যবস্থাপক মোঃ সাইফুল ইসলামসহ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। দিনব্যাপী অনুষ্ঠিত স্বাস্থ্য সুরক্ষা সেবা ক্যাম্পে ২শতাধিক মালিক, শ্রমিক, কর্মচারীদের সাধারণ স্বাস্থ্য সেবা ও চক্ষু সেবা প্রদান করা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।