গাক কর্তৃক বাস্তবায়নাধীন PACE প্রকল্পের আওতাভুক্ত “দেশি মুরগির সম্প্রসারণ ও বাজার উন্নয়ন উপ-প্রকল্প” এর মুরগি পালনকারী সদস্যগণের উৎপাদিত দেশি মুরগি ও ডিম দেশের স্বনামধন্য অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠান “অর্গানিক অনলাইন বিডি’র বিক্রয় শুরু হয়েছে। উক্ত বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করেন গাক এর নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাক এর সিনিয়র পরিচালক ড. মোঃ মাহবুব আলম, পরিচালক (সোস্যাল) মোঃ রশিদুল ইসলাম, পরিচালক (মাইক্রোফিন্যাস) পংকজ কুমার সরকার, পরিচালক (এসএমএপি) মোঃ আবু রায়হান মিঞা, পরিচালক (প্রশাসন ও মনিটরিং) হজকিল মোঃ আবু হাসান, পরিচালক (আইসিটি এন্ড আরএম) মোঃ রায়হানুস-সাআদত, পরিচালক (অভ্যন্তরীণ নিরীক্ষা) মোহাম্মদ জসিম উদ্দিন, প্রকল্প ব্যবস্থাপক ফেরদৌস হাসান প্রধানসহ প্রকল্পের এবং গাক এর অন্যান্য কর্মকর্তা, দেশি মুরগি পালনকারী সদস্যগণ, স্থানীয় সেবা দানকারী ও অর্গানিক অনলাইন বিডি’র প্রতিনিধি। প্রকল্পটি বগুড়া জেলার সদর ও শাজাহানপুর উপজেলার ৪টি ইউনিয়নের ৪১০০ জন দেশি মুরগি পালনকারী এবং সার্ভিস প্রোভাইডারদের সম্পৃক্ত করে বাস্তবায়িত হয়ে আসছে। প্রকল্পটির মূল লক্ষ্য হচ্ছে উন্নত পদ্ধতিতে দেশি মুরগি পালনের মাধ্যমে জাত উন্নয়ন, সংরক্ষণ ও সম্প্রসারণ, উদ্যোক্তা উন্নয়ন এবং বাজার ব্যবস্থাপনা সম্প্রসারণ করা। দেশি মুরগি পালনকারীগণ অনলাইন ভিত্তিক বাজারের সাথে সম্পৃক্ত হওয়ার ফলে ন্যায্যমূলে ডিম ও মুরগি বিক্রি করে অধিক লাভবান হতে পারছেন। পাশাপাশি মুরগি পালনকারী পরিবারের সদস্যদের প্রাণিজ প্রোটিন ডিম ও মাংস এর চাহিদা মেটানো সম্ভব হচ্ছে। দু’বছর মেয়াদী প্রকল্পটি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), আন্তর্জাতিক সংস্থা ইফাদ এবং গাক এর যৌথ অর্থায়নে গত অক্টোবর’২০১৮ হতে শুরু হয়েছে।