কমফোর্ট এইড ইন্টারন্যাশনাল (Comfort Aid International )—এর প্রতিনিধিদল গত ২৯ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্প ৮ এবং ক্যাম্প ৪ এ অবস্থিত বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। প্রতিনিধিদল প্রকল্পের আওতায় পরিচালিত শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং মাঠ পর্যায়ে কর্মরত কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। তারা শিক্ষার্থীদের মাঝে খাদ্য বিতরণ কার্যক্রম, স্কুল ব্যবস্থাপনা ও পানি সরবরাহ ব্যবস্থাপনা ঘুরে দেখেন। সামগ্রিকভাবে প্রকল্পের অগ্রগতি ও বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও কার্যকরভাবে এসব মানবিক উদ্যোগ চালিয়ে যাওয়ার পরামর্শ প্রদান করেন।
