গ্রাম উন্নয়ন কর্ম (গাক) এর অর্থায়নে দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা নিশ্চিতকরণে ২০২০ সাল থেকে “উচ্চ শিক্ষা বৃত্তি” কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এ কর্মসূচির আওতায় প্রতি ৬ মাস পর পর দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়সহ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয় এবং সরকারি মেডিকেল কলেজের অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থীদের এ উচ্চশিক্ষা বৃত্তি প্রদান করা হয়। এরই ধারাবাহিকতায় গাক’র নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন এর উপস্থিতিতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ এর মেধাবী শিক্ষার্থী ইসমত আরা জাহান আশা কে উচ্চ শিক্ষা বৃত্তির চেক প্রদান করেন গাক চক্ষু হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ডা. এইচ এস এম রেজাউন্নবী মন্ডল। এসময় উপস্থিত ছিলেন গাক’র সিনিয়র পরিচালক ড. মোঃ মাহবুব আলম এবং উপ-পরিচালক মোহাম্মদ আরমান হোসেন।