বগুড়ায় আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) মিশন কর্তৃক আরএমটিপি প্রকল্প কার্যক্রম পরিদর্শন

আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) এর অর্থায়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় গ্রাম উন্নয়ন কর্ম (গাক) কর্তৃক বাস্তবায়নাধীন Rural Microenterprise Transformation Project (RMTP) এর আওতায় ‘‘নিরাপদ পোল্ট্রি ও পোল্ট্রিজাত পণ্যের বাজার উন্নয়ন” শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পটি বগুড়া জেলার ৪টি উপজেলায় হাঁস-মুরগি পালনকারী ১৯,৫০০ খামারি এবং ৫০০ স্থানীয় সেবা দানকারী ব্যক্তি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় অদ্য ২৪ জুলাই ২০২৫ ইং তারিখ দাতা সংস্থা ইফাদ ও পিকেএসএফ’র উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল গাক’র আরএমটিপি প্রকল্পের আওতায় উপ-প্রকল্পের বাস্তবায়িত বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। সকাল ৮.৩০ ঘটিকায় যাত্রা শুরু করে পরিদর্শন শিডিউল অনুযায়ী প্রকল্পের নিম্ন লিখিত কার্যক্রম পরিদর্শন করেনঃ

১. মিট প্রসেসিং প্লান্ট

২. হাসেঁর বাচ্চা উৎপাদনকারী হ্যাচারী

৩. আইওটি নিয়ন্ত্রিত লেয়ার মুরগির খামার

৪. এগ ওয়াশিং হাব

ইফাদ বাংলাদেশ মিশন প্রতিনিধি দলে ছিলেন মি. থেরি মাইউস, মিশন টেকনিক্যাল লিডার, মি. মারিজেল জিমারমেন, টেম্পোরারি প্রফেশনাল অফিসার, মি. পল ভিলারোয়েল, এমঅ্যান্ডই স্পেশালিস্ট, মিসেস চারলট থারসার, পরামর্শক, মিসেস সিনোরা চাকমা, সোশ্যাল ইনক্লুশন স্পেশালিস্ট এবং মি. সাইফুল ইসলাম, নিউট্রিশন স্পেশালিস্ট। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর পক্ষে উপস্থিত ছিলেন জনাব মোঃ হাবিবুর রহমান, প্রকল্প সমন্বয়কারী-আরএমটিপি, ড. এসএম ফারুক উল আলম, সেক্টর ভ্যালু চেইন স্পেশালিস্ট, জনাব মোঃ মিজানুর রহমান, মনিটরিং এন্ড ইভালুয়েশন স্পেশালিস্ট, ডা. এরফান আলী, ভ্যালু চেইন প্রজেক্ট ম্যানেজার, জনাব মোঃ আনিসুর রহমান, মনিটরিং এন্ড ইভালুয়েশন অফিসার, জনাব মোঃ শামসুল হুদা, ব্যবস্থাপক, কার্যক্রম, জনাব মোঃ ইব্রাহীম আলম, ভ্যালু চেইন স্পেশালিষ্ট এবং মোছাঃ লিপি আক্তার, জেন্ডার এন্ড সোশ্যাল ইনক্লুশন অফিসার। গাক’র পক্ষে উপস্থিত ছিলেন ড. মো: মাহবুব আলম, সিনিয়র পরিচালক, জনাব মোঃ জিয়াউদ্দীন সরদার, সহকারী পরিচালক, জনাব মোঃ মাহমুদ হাসান, প্রকল্প ব্যবস্থাপক এবং প্রকল্পের কর্মকর্তাবৃন্দ।

প্রতিনিধি দলের টিম লিডার মি. থেরি মাইউস মাঠ পরিদর্শনের বিদ্যমান অভিজ্ঞতা/শিখন ও প্রকল্প বাস্তবায়নের চ্যালেঞ্জ বিষয়ে গাক’র কনফারেন্স হলে আরএমটিপি প্রকল্প বাস্তবায়নের সাথে সম্পৃক্ত ১৭টি সহযোগী সংস্থার নির্বাহী পরিচালক/ফোকাল পারসনদের সাথে এক মতবিনিময় সভা করেন। তিনি প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রযুক্তি হস্তান্তর, আইওটি ভিত্তিক খামার ব্যবস্থাপনা, মার্কেট লিংকেজ ও নতুন নতুন পণ্যের বাজার সম্প্রসারণ কার্যক্রমের ভূঁয়সী প্রশংসা করেন। সর্বপরি, তিনি বলেন আরএমটিপি প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নের ফলে খামারি এবং উদ্যোক্তা পর্যায়ে যে ইতিবাচক পরিবর্তন হয়েছে, তা তাদের সাথে আলাপচারিতায় স্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে। উপ-প্রকল্পের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সফল কার্যক্রম বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালনে আরএমটিপি টিমকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন।