গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনুস অদ্য ১৭ মে ২০২৫ তারিখে রাজধানীর আগারগাঁওয়ে Microcredit Regulatory Authority (MRA) ভবন উদ্বোধন করেন। উক্ত অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. সালেহ উদ্দিন আহমেদ, মাননীয় উপদেষ্টা, অর্থ মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, ড. আনিসুজ্জামান চৌধুরী, বিশেষ সহকারি (প্রতিমন্ত্রী পদমর্যাদার), অর্থ মন্ত্রনালয়, ড. আহসান এইচ মনসুর, গভর্নর, বাংলাদেশ ব্যাংক ও চেয়ারম্যান, MRA পরিচালনা বোর্ড এবং জনাব নাজমা মোবারেক, সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পিকেএসএফ এর চেয়ারম্যান জনাব জাকির আহমেদ খান ও ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ ফজলুল কাদের, জনাব মোঃ দাউদ মিয়া, মহাপরিচালক (ডিজি), এনজিও বিষয়ক ব্যুরো এবং মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির কর্মকর্তাবৃন্দ। এ সময় গ্রাম উন্নয়ন কর্ম (গাক) এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন সহ দেশের MRA সনদপ্রাপ্ত ক্ষুদ্রঋণ কার্যক্রম বাস্তবায়নকারী বিভিন্ন প্রতিষ্ঠান সমূহের নির্বাহী পরিচালক বৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন, এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান, মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ)।
