গাক’র আয়োজনে প্রাণিসম্পদ উন্নয়ন ও উদ্যোক্তা মেলা-২০২৫ এর শুভ উদ্ধোধন

বগুড়ার বনানীতে গ্রাম উন্নয়ন র্কম (গাক)-এর আয়োজনে আরএমটিপি প্রকল্পের আওতায় শুরু হয়েছে দুদিনব্যাপী প্রাণিসম্পদ উন্নয়ন ও উদ্যোক্তা মেলা-২০২৫। আর্ন্তজাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ), পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং ডেনমার্ক সরকারের আর্থিক সহায়তায় আয়োজিত এ মেলার শুভ উদ্বোধন করেন পিকেএসএফ-এর উপ-মহাব্যবস্থাপক মোঃ হাবিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাক’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি ও বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বিশেষজ্ঞগণ। উদ্বোধন শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ মেলা প্রাঙ্গণের বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের উৎপাদতি নিরাপদ পণ্য পর্যবেক্ষণ করেন।