আর্ন্তজাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর ড. ভ্যালেন্টাইন আচানচো কর্তৃক গাক এর “আরএমটিপি প্রকল্প” পরিদর্শন।

গ্রাম উন্নয়ন কর্ম (গাক) কর্তৃক বাস্তবায়নাধীন “নিরাপদ মাংস ও দুগ্ধজাত পন্যের বাজার উন্নয়ন শীর্ষক ভেল্যুচেইন উপ-প্রকল্প” ইফাদ মিশন কর্তৃক গত ৯ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখে বগুড়া জেলাধীন গাবতলী, সারিয়াকান্দি, শাহাজাহানপুর, শেরপুর এবং বগুড়া সদর উপজেলার ৭ জন উদ্যোক্তার ব্যবসায়িক কর্মকান্ড পরিদর্শন করেন। গাক’র নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর এর সভাপতিত্বে ইফাদ মিশন পরিদর্শন টীম সংস্থার বোর্ড রুমে গাক’র সিনিয়র ম্যানেজমেন্ট টীম এর সাথে মতবিনিময় করেন। উক্ত সভায় গাক’র বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরা হয়।

ইফাদ মিশন পরিদর্শন টীমে উপস্থিত ছিলেন ইফাদ বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর ড. ভ্যালেন্টাইন আচানচো, পিকেএসএফ এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. আকন্দ মোঃ রফিকুল ইসলাম, ইফাদ ফাইন্যান্স অফিসার মিঃ কায়ডি ফেগবেমি, ইফাদ বাংলাদেশ এর কান্ট্রি প্রোগ্রাম ম্যানাজার রিলা ক্রিক, সোস্যাল ইনক্লুশন কনসালটেন্ট ফারিয়া তাসিন, কমিউনিকেশন এন্ড নলেজ ম্যানেজমেন্ট এডভাইজার ফারহানা উর্মি সহ পিকেএসএফ এর আরএমটিপি প্রকল্পের কর্মকর্তাবৃন্দ। প্রকল্পের মাঠ পর্যায়ের পরিদর্শন কার্যক্রমে সহায়তা করেন গাক’র সিনিয়র পরিচালক ড. মোঃ মাহবুব আলম, পরিচালক (প্রশাসন ও অভ্যন্তরীণ নিরীক্ষা) মোঃ হুমায়ুন খালেদ, পরিচালক (এসএমএপি) মোঃ আবু রায়হান মিয়া, পরিচালক (আইসিটি এন্ড আরএম) মোঃ রায়হানুস সাদাত সহ গাক’র উর্দ্ধতন ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

ইফাদ মিশন পরিদর্শন টীম প্রকল্পের আওতায় বানিজ্যিকভাবে উৎপাদিত ভার্মি কম্পোষ্ট, ফিড ডিলার, ভ্যাকসিন হাব, টেলিমেডিসিন সেন্টার, চিলিং প্লান্ট, বৈচিত্রময় দুগ্ধজাত পণ্যের অনলাইন বাজার, আরএম ফুড কর্নার সরেজমিনে পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট উদ্যোক্তাদের সাথে মতবিনিময় সভা করেন।