USAID এর অর্থায়নে CIMMYT কর্তৃক বাস্তবায়নাধীন CSISA-MEA প্রকল্পের কনসালটেন্ট মিঃ টিম রাসেল গ্রাম উন্নয়ন কর্ম (গাক) পরিদর্শন

USAID এর অর্থায়নে CIMMYT কর্তৃক বাস্তবায়নাধীন CSISA-MEA প্রকল্পের কনসালটেন্ট মিঃ টিম রাসেল অদ্য ১৯ জুলাই ২০২৩ তারিখে গ্রাম উন্নয়ন কর্ম (গাক) কর্তৃক বাস্তবায়নাধীন CSISA-MEA প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন শেষে সংস্থার প্রধান কার্যালয়ে নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন এর সাথে মতবিনিময় সভায় মিলিত হন। এসময় উপস্থিত ছিলেন গাক’র সিনিয়র পরিচালক ড. মোঃ মাহবুব আলম, পরিচালক (প্রশাসন ও অভ্যান্তরীণ নিরীক্ষা) জনাব মোঃ হুমায়ন খালেদ, সিমিট এর সিসা-মিয়া প্রকল্পের বগুড়া হাব কো-অর্ডিনেটর জনাব মোঃ মোকছেদুল আরাফাত, আইডিই বাংলাদেশ এর মার্কেট ডেভেলপমেন্ট স্পেশালিষ্ট জনাব মোঃ তৌহিদুর রহমান সুমন, গাক’র সমন্বয়কারী (কমিউনিকেশন এন্ড ডকুমেন্টেশন) সরদার জিয়া উদ্দিনসহ সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

উক্ত মতবিনিময় সভায় গাক’র সামগ্রিক উন্নয়ন কার্যক্রমের উপর একটি সংক্ষিপ্ত প্রেজেন্টেশন উপস্থাপন করেন গাক’র সিনিয়র পরিচালক ড. মোঃ মাহবুব আলম এবং CSISA-MEA প্রকল্পের অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করেন সমন্বয়কারী (কমিউনিকেশন এন্ড ডকুমেন্টেশন) সরদার জিয়া উদ্দিন। মিঃ রাসেল CSISA-MEA প্রকল্পের অগ্রগতি এবং গাক’র সামগ্রিক কার্যক্রম দেখে সন্তোষ্টি প্রকাশ করেন।