PACE E-Commerce প্রকল্পের আওতায় উদ্যোক্তাদের পণ্যের প্রচারণামূলক সভা অনুষ্ঠিত

গ্রাম উন্নয়ন কর্ম (গাক) কর্তৃক বাস্তবায়নাধীন পেস ই-কমার্স প্রকল্পের আওতায় উদ্যোক্তাদের পণ্যের প্রচারণামূলক সভা অদ্য ২৮ ডিসেম্বর ২০২৩ তারিখে গাক কনফারেন্স হল, গাক টাওয়ার, বনানী, বগুড়ায় অনুষ্ঠিত হয়। গাক’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বগুড়ার ৩৫ জন নারী উদ্যোক্তা তাদের উৎপাদিত বিভিন্ন ধরনের পণ্য নিয়ে সভায় উপস্থিত ছিলেন। নির্বাহী পরিচালক মহোদয় উপস্থিত প্রত্যেক উদ্যোক্তার প্রর্দশিত পণ্য পরিদর্শন কালে উদ্যোক্তাদের সাথে মতবিনিময় করে সন্তোষ্টি প্রকাশ করেন। তিনি উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের গুনগত মাননিয়ন্ত্রন, প্যাকেজিং এবং ব্র্যান্ডিং এর উপর গুরুত্বারোপ করে দক্ষতা উন্নয়নে জিগ্যালোর এর সাথে কাজ করার জন্য পরামর্শ প্রদান করেন।

গাক’র সমন্বয়কারী (কমিউনিকেশন এন্ড ডকুমেন্টেশন) মোঃ জিয়া উদ্দিন সরদার এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংস্থার সিনিয়র পরিচালক ড. মোঃ মাহবুব আলম, উপ-পরিচালক মোঃ আরমান হোসেন, পিউরষ্ট্রিস কোম্পানির সিইও মোঃ খায়রুল আলম, প্রকল্প ব্যবস্থাপক মোঃ আবুল কালামসহ সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য যে, প্রকল্পের আওতায় উদ্যোক্তাদের অংশগ্রহণে বগুড়া জেলা পরিষদ চত্বরে আগামী ৩০-৩১ ডিসেম্বর ২০২৩ দুইদিন ব্যাপি হলিডে মার্কেটে উদ্যোক্তা উন্নয়ন মেলা অনুষ্ঠিত হবে।