গ্রাম উন্নয়ন কর্ম (গাক) কর্তৃক বাস্তবায়নাধীন The Education and Health Support Project at Cox’s Bazar র্শীষক প্রকল্পের আওতায় ২১-২২ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে কক্সবাজার সদর উপজেলার দক্ষিণ খরুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি স্বাস্থ্য ও চক্ষু সেবা ক্যাম্প আয়োজন করা হয়। গাক এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সম্রাট খীসা, উপজেলা নির্বাহী অফিসার, কক্সবাজার সদর, কক্সবাজার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কাউসার জামাল, বাংলাদেশ প্রতিনিধি, Comfort Aid International। উল্লেখ্য যে, দুই দিন ব্যাপি ফ্রি স্বাস্থ্য ও চক্ষু সেবা ক্যাম্পে প্রায় ৬ শতাধিক রোগী চক্ষু ও স্বাস্থ্য সেবা গ্রহণ করেন এবং ক্যাম্প থেকে বাছাইকৃত ৩০ জন ছানি পড়া রোগীকে বিনামূল্যে ছানি অপারেশন করানো হয়।
সংস্থার নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন কক্সবাজার জেলাধীন উখিয়া উপজেলায় গাক কর্তৃক পরিচালিত রোহিঙ্গা শিশুদের জন্য স্কুল এবং উক্ত স্কুলে আয়োজিত দুই দিন ব্যাপি বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প পরিদর্শন করেন। বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প এবং স্কুল পরিদর্শনকালীন গাক’র সিনিয়র পরিচালক ড. মোঃ মাহবুব আলম এবং গাক এর অন্যান্য কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন। এছাড়াও ক্যাম্প পরিচালনায় উপস্থিত ছিলেন ডাঃ আল মোস্তাকিম অর্থি, ডাঃ তমা খন্দকার, ডাঃ এ এস এম ইফতেখারুজ্জামান, ডাঃ আব্দুল্লাহ আল মাহবুব, মেডিকেল শিক্ষার্থী তামান্না খন্দকার, গাক চক্ষু হাসপাতাল উত্তরা’র ম্যানেজারসহ বিভিন্ন ষ্টাফগণ।