গ্রাম উন্নয়ন কর্ম (গাক) এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন অদ্য ২৫ অক্টোবর ২০২৩ তারিখে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র নবনিযুক্ত চেয়ারম্যান প্রফেসর ড. এম খায়রুল হোসেন মহোদয়ের সাথে পিকেএসএফ ভবনে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন গাক’র উপদেষ্টা পরিষদের সন্মানিত সদস্য প্রফেসর ড. এম সাইদুজ্জামান, ডিপার্টমেন্ট অব একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম (এআইএস), রাজশাহী বিশ্ববিদ্যালয়। সৌজন্য সাক্ষাতকালে তিনি সংস্থার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সম্পর্কে পিকেএসএফ’র চেয়ারম্যান মহোদয়কে অবহিত করেন।