রূপালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মোহাম্মদ জাহাঙ্গীর গ্রাম উন্নয়ন কর্মের (গাক) মাঠ পর্যায়ের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন।
সোমবার দুপুরে বগুড়া বনানীতে গাক’র প্রধান কার্যালয় পরিদর্শন শেষে সংস্থাটির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন গাক’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন, রূপালী ব্যাংকের কৃষি ও পল্লীঋণ বিভাগের মহাব্যবস্থাপক মজিবর রহমান, রাজশাহী বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক কাজী আব্দুর রহমান, বগুড়া জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক প্রকাশ কুমার সাহা, রাজশাহী জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক এস এম জি তোফায়েল, পাবনা জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক নিজাম উদ্দিন, নওগাঁ জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক মাহবুবুল ইউনুস, রাজশাহী কর্পোরেট শাখার উপ-মহাব্যবস্থাপক উৎপল কবিরাজ, বগুড়া কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম, গাক’র সিনিয়র পরিচালক ড. মাহবুব আলম, পরিচালক (সোশ্যাল) রশিদুল ইসলাম, পরিচালক (এমএফ) পঙ্কজ কুমার সাহা, পরিচালক (এসএমএপি) আবু রায়হান মিঞা, পরিচালক (আভ্যন্তরীণ নিরীক্ষা) মুহাম্মদ জসিম উদ্দিন, পরিচালক (প্রশাসন ও মনিটরিং) হজকিল মো. আবু হাসান, পরিচালক (আইসিটি এন্ড আরএম) রাইহানুস-সাআদত, পরামর্শক মোবারক হোসেন তালুকদারসহ উর্দ্ধতন কর্মকর্তারা।
ব্যাংক কর্মকর্তারা গাক’র কার্যক্রম সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন এবং ঋণ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে রূপালী ব্যাংকের ঋণ বরাদ্দ বৃদ্ধির প্রতিশ্রুতি দেন।