আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৫ উদযাপনে গাক’র অংশগ্রহণ

“প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রয়াস” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, বগুড়া’র আয়োজনে ৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৫ উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গ্রাম উন্নয়ন কর্ম (গাক) স্বতঃস্ফূর্তভাবে এ কর্মসূচিতে অংশগ্রহণ করে। এসময় র‍্যালিটি জেলা প্রশাসনের কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালির পর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ (করতোয়া), বগুড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হোসনা আফরোজা, (যুগ্মসচিব) জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, বগুড়া। তিনি তার বক্তব্যে বলেন—

“সাক্ষরতা হলো টেকসই উন্নয়নের মূলভিত্তি। প্রযুক্তির এ যুগে শিক্ষার সাথে প্রযুক্তি ব্যবহারকে একীভূত করতে না পারলে আমরা পিছিয়ে পড়ব। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আমাদের মনে করিয়ে দেয়— কেবল পড়া-লেখা জানা নয়, বরং ডিজিটাল দক্ষতা, জীবনমুখী শিক্ষা এবং কর্মমুখী দক্ষতা অর্জন এখন সময়ের দাবি।”

তিনি আরও বলেন, আধুনিক প্রযুক্তি ও তথ্যপ্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা গ্রহণের মাধ্যমে তরুণ প্রজন্মকে যুগোপযোগী করে গড়ে তুলতে হবে। এতে করে তারা কেবল চাকরিজীবী নয়, উদ্যোক্তা হিসেবেও দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারবে।

জেলা প্রশাসক গাকসহ অংশগ্রহণকারী সকল প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানিয়ে বলেন—

“এ ধরনের সম্মিলিত উদ্যোগের মাধ্যমে আমরা নিরক্ষরতা মুক্ত ও দক্ষ জনশক্তি গঠনের পথে এগিয়ে যেতে পারব। শিক্ষা, প্রযুক্তি ও মানবিক মূল্যবোধ একসাথে সমন্বিত হলেই সত্যিকারের উন্নয়ন সম্ভব।”

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জেদান আল মুসা, পিপিএম। তিনি তার বক্তব্যে বলেন—

“আজকের এই প্রযুক্তিনির্ভর বিশ্বে সাক্ষরতা শুধুমাত্র পড়া-লেখার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তথ্যপ্রযুক্তির জ্ঞান, নৈতিক মূল্যবোধ এবং সামাজিক দায়বদ্ধতাও এর সাথে ওতপ্রোতভাবে জড়িত। একটি শিক্ষিত ও সচেতন সমাজ গঠনে প্রত্যেকের সক্রিয় ভূমিকা রাখা জরুরি।”

আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন, বগুড়া, জেলা শিক্ষা অফিসার, বগুড়া , জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, বগুড়া।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষক, শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন। সবার সক্রিয় অংশগ্রহণে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৫ উদযাপন সফল ও তাৎপর্যমণ্ডিত হয়ে ওঠে।