গ্রাম উন্নয়ন কর্ম (গাক) কর্তৃক বাস্তবায়নাধীন চরাঞ্চলে উচ্চ মূল্যের ফসল (High Value Crop) উৎপাদন ও বাজার উন্নয়ন প্রকল্পের আওতায় হাইব্রিড মরিচ চাষে কৃষকরা বাম্পার ফলন পেয়েছে। প্রকল্পটি ব্র্যাক ব্যাংক পিএলসি এর আর্থিক সহায়তায় গাক সারিয়াকান্দি উপজেলার চরাঞ্চলের ১৪০০ কৃষককে সম্পৃক্ত করে উচ্চ মূল্যের ফসল (মরিচ, ভূট্টা, সরিসা এবং পাট) উৎপাদন ও বাজারজাতকরনের লক্ষ্যমাত্রা নিয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্পের আওতায় কৃষকদের ভালো মানের বীজ, সার, কীটনাশক, প্রশিক্ষণসহ নিয়মিত কারিগরি সহায়তা প্রদান করা হচ্ছে। গত ২১ ডিসেম্বর ২০২৩ তারিখে গাক’র সিনিয়র পরিচালক ড. মোঃ মাহবুব আলম সারিয়াকান্দির চরাঞ্চলে প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ্টি প্রকাশ করেন।