গ্রাম উন্নয়ন কর্ম (গাক) কর্তৃক বাস্তবায়নাধীন PKSF, World Bank এবং Asian Infrastructure Investment Bank (AIIB) এর অর্থায়নে BD Rural WASH for HCD প্রকল্পের কার্যক্রম গত ২২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে পরিদর্শন করেন রোকেয়া আহমেদ, সিনিয়র ওয়াটার এন্ড স্যানিটেশন স্পেশালিস্ট, ওয়ার্ল্ড ব্যাংক এবং মোঃ আব্দুল মতিন, জেনারেল ম্যানেজার (কার্যক্রম), পিকেএসএফ। পরিদর্শন শেষে রোকেয়া আহমেদ বলেন— “BD Rural WASH for HCD প্রকল্পের মাধ্যমে গ্রামের মানুষের স্বাস্থ্য ও স্যানিটেশন ব্যবস্থায় যে ইতিবাচক পরিবর্তন এসেছে, তা অত্যন্ত প্রশংসনীয়। বিশেষ করে নারীদের অংশগ্রহণ ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে প্রকল্পের অবদান অনন্য।”
অন্যদিকে মোঃ আব্দুল মতিন বলেন— “গাক দক্ষতার সাথে প্রকল্পটি বাস্তবায়ন করছে। মাঠ পর্যায়ের কার্যক্রমে আমরা যে আন্তরিকতা এবং সফলতা দেখেছি, তা ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এই উদ্যোগকে এগিয়ে নিতে সহায়ক হবে।”
উক্ত পরিদর্শনে আরো উপস্থিত ছিলেন মাইক্রোফাইন্যান্স এর পরিচালক মো. মুখলেছুর রহমান, মোঃ রবিউল ইসলাম, যুগ্ম পরিচালক (সিসি বগুড়া ডিভিশন, পিকেএসএফ)। প্রকল্পের আওতায় ৬ টি জেলার ১০ টি উপজেলার মোট ২৩টি শাখায় সর্বমোট ৮৮৭৭ জনের পানি এবং স্যানিটেশন নিশ্চিত করা হয়।