You are currently viewing রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসরবৃন্দের গাক’র আরএমটিপি প্রকল্পের কার্যক্রম পরিদর্শন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসরবৃন্দের গাক’র আরএমটিপি প্রকল্পের কার্যক্রম পরিদর্শন

  • Post author:
  • Post category:News

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এ্যানিমেল সায়েন্সস অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ জালাল উদ্দিন সরদার, এগ্রোনমি এন্ড এগ্রিকালচার এক্সটেনশন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান ও ভেটেরিনারি এন্ড এ্যানিমেল সায়েন্সস অনুষদের ডেপুটি চিফ ভেটেরিনারিয়ান ড. মোঃ হেমায়েতুল ইসলাম আরিফ অদ্য ২৭ মে ২০২৩ গাক কর্তৃক বাস্তবায়নাধীন আরএমটিপি প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। উল্লেখ্য যে, প্রকল্পের আওতায় বগুড়ার সাবগ্রামে স্থাপিত মাংস প্রক্রিয়াজাতকরণ প্লান্ট “বগুড়া মিট” এর কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। এরপর পরিদর্শনকারী দল সারিয়াকান্দি উপজেলাধীন হাটফুলবাড়ীতে প্রকল্পের আওতায় প্রস্তাবিত স্লটার হাউজ স্থাপনের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন শেষে উক্ত কাজের সম্ভাব্যতা যাচাইয়ে মূল্যবান মতামত প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন সংস্থার সিনিয়র পরিচালক ড. মোঃ মাহবুব আলম, সমন্বয়কারী-কমিউনিকেশন এন্ড ডকুমেন্টেশন সরদার জিয়া উদ্দিন, প্রকল্প ব্যবস্থাপক ডাঃ জিয়াউর রহমান, রাবি ভেটেরিনারি এন্ড এ্যানিমেল সায়েন্সস বিভাগের শিক্ষার্থী রুমানা ইয়াসমিন রুম্পা, উদ্যোক্তা মোঃ মাসুদ হোসেন, প্রকল্প ষ্ট্যাফ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রফেসরবৃন্দ গাক’র এসব উদ্ভাবনীমূলক কার্যক্রমের সাথে জড়িত সংশ্লিষ্ট উদ্যোক্তাদের সম্পৃক্ততা দেখে অত্যন্ত সন্তোষ প্রকাশ করেন এবং সংস্থার সাথে যৌথভাবে বিভিন্ন গবেষণামূলক কাজ করতে তারা আগ্রহ প্রকাশ করেন।