You are currently viewing গাক-এসইপি প্রকল্পে মডেল ওয়ার্কশপ উন্নয়নে আধুনিক উপকরণ ও সরন্জামাদী বিতরণ

গাক-এসইপি প্রকল্পে মডেল ওয়ার্কশপ উন্নয়নে আধুনিক উপকরণ ও সরন্জামাদী বিতরণ

  • Post author:
  • Post category:News
গাক-এসইপি প্রকল্পে মডেল ওয়ার্কশপ উন্নয়নে আধুনিক উপকরণ ও সরন্জামাদী বিতরণ
————————
বিশ্ব ব্যাংক এবং পিকেএসএফ এর আর্থিক ও কারিগরী সহযোগীতায় জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক) “সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি)” এর আওতায় “পরিবেশ বান্ধব টেকসই অনুশীলনের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তাদের কৃষি যন্ত্রপাতি ও সরঞ্জামাদি উৎপাদন দক্ষতা বৃদ্ধি” উপ-প্রকল্পটি বগুড়া জেলায় বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় প্রকল্প সংশ্লিষ্ট উদ্যোক্তাদের কারখানার পরিবেশ উন্নয়ন ও মানসম্মত পণ্য উৎপাদন ও কর্মীর নিরাপত্তা বিষয়ে বগুড়া জেলায় ৫টি মডেল ওয়াকর্শপ ডেভেলপমেন্ট এর উদ্যোগ গ্রহণ করে। আধুনিক পরিবেশবান্ধব মডেল ওয়ার্কশপ উদ্যোগ বাস্তবায়নে অদ্য ৭ জুলাই ২০২২ গাক টাওয়ার বনানী বগুড়ায় ৫জন উদ্যোক্তার প্রত্যেককে ১ লক্ষ টাকা করে মোট ৫লক্ষ টাকা মূলের বিভিন্ন আধুনিক উপকরণ ও সরন্জামাদী প্রদান করেন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন। এসময় উপস্থিত ছিলেন পরিচালক-স্যোসাল জনাব মোঃ রশিদুল ইসলাম, পরিচালক-এ্যাডমিন এন্ড মনিটরিং হজকিল মোঃ আবু হাসান, পরিচালক-অডিট এন্ড রিভিউ জনাব মোঃ হুমায়ন খালেদ, পরিচালক-আইসিটি এন্ড আরএম জনাব মোঃ রায়হানুস সা-আদাত, সিঃ সহকারী পরিচালক জনাব মোঃ আরমান হোসেন, পরার্শক জনাব মোঃ মোবারক হোসেন তালুকদার, সমন্বকারী-কমিউনিকেশন এন্ড ডকুমেন্টেশন সরদার জিয়া উদ্দিন, প্রকল্প ব্যবস্থাপক জনাব মোঃ সাইফুল ইসলামসহ সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
মডেল ওয়ার্কশপ গুলোতে গাক এর পক্ষ হতে বিভিন্ন মেশিনারিজ সামগ্রী যেমন- ম্যাটিরিয়াল হ্যান্ডলিং ট্রলি, চেইন পুলি, হ্যান্ড গ্রান্ডিং মেশিন, হ্যান্ড ড্রিল মেশিন, মাইক্রোমিটার, ভার্নিয়ার ক্যালির্পাস, মাল্টিফাংশনাল টুলবক্স ও টুলবক্সে ও উপকরণ, ফাস্ট এইড বক্স ও উপকরণ, সেফ্িট সুরক্ষা সামগ্রী (হেলমেট, সেফটি-সু, গামবুট, হ্যান্ড গ্লাভস, গগলস্, এয়ার সাউন্ড প্রটেক্টটর, ডাস্ট মাস্ক, এপ্রোন ইত্যাদি), ওয়েস্ট বিন, পানির ফিল্টার, এক্সজাস্ট ফ্যান সহ কারখানা পরিবেশ উন্নয়নে বিভিন্ন সচেতনতামূলক নির্দেশিকা ও সাইন স্যাম্বল প্রদান করা হয়।